Punjab: সোনিয়ার সবুজ সংকেতের অপেক্ষা, পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে সিধু ঘনিষ্ঠ সুখজিন্দর রনধাওয়া!
পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গতকাল রাতেই দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠকে বসেন রাহুল গান্ধী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয় অম্বিকা সোনিকে
নিজস্ব প্রতিবেদন: ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর কে সামলাবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব? এনিয়ে ঘোরাফেরা করছিল বেশ কয়েকটি নাম। তালিকায় ছিলেন নভজ্যোত্ সিং সিধু, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর ও অম্বিকা সোনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে নারাজ অম্বিকা। শেষপর্যন্ত শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী হতে চলেছেন রাজ্যের মন্ত্রী সুখজিন্দর রনধাওয়া।
আরও পড়ুন- Siliguri: তল্লাশি করতেই মিলল একাধিক দেশের নাগরিকত্বের আইডি, প্যানিট্যাঙ্কিতে গ্রেফতার চিনা নাগরিক
উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গতকাল রাতেই দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠকে বসেন রাহুল গান্ধী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয় অম্বিকা সোনিকে। কিন্তু মুখ্যমন্ত্রী হতে অস্বীকার করেন সোনি। তারপরই দফায় দফায় বৈঠক শুরু হয়। আজ বেলা একটা নাগাদ পঞ্জাব প্রদেশ কংগ্রেসের একটি বৈঠক শুরু হয়। সেই বৈঠকেই ঠিক করা হয় সুখজিন্দর রনধাওয়ার নাম। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন রনধাওয়া। পাশাপাশি, সোনিয়ার সঙ্গে এনিয়ে কথা বলতে তাঁর বাসভবনে গিয়েছেন রাহুল। সম্ভবত, আজই রনধাওয়ার ব্যাপারে সোনিয়ার সবুজ সংকেত পৌঁছে যাবে পঞ্জাব কংগ্রেসে।
Congress leader Sukhjinder Singh Randhawa has sought time for a meeting with Governor Banwarilal Purohit amid political developments in Punjab: Sources
Randhawa is likely to become the next Chief Minister after Captain Amarinder Singh resigned, yesterday. pic.twitter.com/lVWPvpt3u9
— ANI (@ANI) September 19, 2021
আরও পড়ুন-Rujira Banerjee: ভবানীপুরে ভোটের দিনই রুজিরাকে তলব, অভিষেক-পত্নীর বিরুদ্ধে দিল্লির আদালতে ED
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে প্রথম যিনি একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেন তিনি এই রনধাওয়া। সিধু ঘনিষ্ঠ এই নেতা বিভিন্ন ইস্যুতে বরাবরই অমরিন্দরের বিরুদ্ধে সরব ছিলেন। একসময় অমরিন্দরর ঘনিষ্ঠ এই নেতা রাজ্যের বিদ্যুত্ ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে তাঁর ক্ষোভ প্রকাশ্যে আনেন। শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বিরুদ্ধে সরব হন রনধাওয়া। রনধাওয়াকে মুখ্যমন্ত্রী করার পাশাপাশি ২ জনকে রাজ্যে উপমুখ্যমন্ত্রীর পদে বসানোর ব্যাপারে আলোচনা চালাচ্ছে রাজ্য কংগ্রেস। যেদুটি নাম ভাবা হচ্ছে তারা হলেন, অরুণা চৌধুরী ও ভারত ভূষণ আসু।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)