প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফালের গুরুত্বপূর্ণ নথি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

কেন্দ্রের তরফে এই যুক্তি দেওয়ার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানতে চান, কী ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি তরফে?

Updated By: Mar 6, 2019, 02:21 PM IST
প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফালের গুরুত্বপূর্ণ নথি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: রাফাল যুদ্ধবিমান কেনার সরকারি নথি কীভাবে প্রকাশ্যে এল? এই প্রশ্নই সম্প্রতি ঘুরছিল ভারতীয় রাজনীতির অন্দরমহলে। এবার সেই প্রশ্নের জবাব এল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে।

 

বুধবার কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল। তাঁর দাবি, প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি হয়ে গিয়েছে রাফালের গুরুত্বপূর্ণ নথি। আর যা প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।

গত বছরের ১৪ ডিসেম্বর রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জমা পড়েছিল শীর্ষ আদালতে। তারই শুনানি শুরু হল বুধবার।

আরও পড়ুন: মধ্যস্থতাই অযোধ্যা মামলার রফাসূত্রের এক মাত্র পথ, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

প্রথমদিনের শুনানিতে সুপ্রিম কোর্টে এই দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল। তিনি এদিন সুপ্রিম কোর্টে জানিয়েছেন, এটি খুবই স্পর্শকাতর বিষয়। দেশের সুরক্ষার বিষয় নিয়ে সরকারের তরফে কাজ করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রক থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে। সরকারি কর্মচারীরা এই কাজের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রের তরফে এই যুক্তি দেওয়ার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানতে চান, কী ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি তরফে? অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে জানান, তদন্ত চলছে।

আরও পড়ুন: পরের এয়ার স্ট্রাইকে যুদ্ধবিমানের নিচে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের, কটাক্ষ ভিকে সিংয়ের

প্রসঙ্গত, ফ্রান্সের দাঁসো সংস্থার কাছ থেকে ৩৬টি অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান কিনছে ভারত সরকার। এছাড়া আরও ৯০টি রাফালে যুদ্ধবিমান সংযুক্ত ভারতীয় বায়ুসেনায়। তবে দাঁসো ও অনিল অম্বানির সংস্থা ওই বিমান ভারতেই বিমানে।

আর এ নিয়েই বিবাদ বেঁধেছে। কংগ্রেসের অভিযোগ, রাফালে নিয়ে দুর্নীতি করছে কেন্দ্রের মোদী সরকার। নিয়ম ভেঙে হ্যালের বদলে অনিল অম্বানি বরাত পাইয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মশা মারার পর আরামে ঘুমাবেন না গুনবেন, বালাকোট প্রসঙ্গে বি কে সিং

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ নিয়ে একাধিকবার তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাঁর স্লোগান, চৌকিদার চোর। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে রাফালের একটি নথি প্রকাশিত হয়। তা নিয়েও হইচই করেছিলেন রাহুল।

এদিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন অ্যাটর্নি জেনারেল। নথি চুরি করেই তা সংবাদমাধ্যমে প্রকাশ করা হয় বলে তিনি এদিন সুপ্রিম কোর্টে দাবি করেছেন।

.