'মি টু' ঝড় অস্বস্তি বাড়াল রাহুলের জন্য, বিড়ম্বনায় কংগ্রেস
ঘটনা মাস তিনেক আগের। তারপরই শুরু হয় দলের অন্দরে তদন্ত প্রক্রিয়া।
!['মি টু' ঝড় অস্বস্তি বাড়াল রাহুলের জন্য, বিড়ম্বনায় কংগ্রেস 'মি টু' ঝড় অস্বস্তি বাড়াল রাহুলের জন্য, বিড়ম্বনায় কংগ্রেস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/16/148199-fvw.jpg)
নিজস্ব প্রতিবেদন : যৌন হেনস্থার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই নেতা ফিরোজ খান। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর অধ্যক্ষ ছিলেন ফিরোজ। ফিরোজ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ভিলাইয়ের এক তরুণী। মি টু ঝড়-এ অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে। বিড়ম্বনায় পড়েছে বিজেপি শিবির। এবার মি টু ঝড়ের ঝাপটা এসে লাগল কংগ্রেসের গায়ে।
উল্লেখ্য, মাসতিনেক আগে ফিরোজ খানের বিরুদ্ধে অভিযোগটি প্রথম সামনে আসে। অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ গ্রহণ করে কংগ্রেস। অভিযোগ সামনে আসার পরই একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কংগ্রেস। প্রসঙ্গত, অভিযোগকারী তরুণী এনএসইউআই-এর রাজ্য শাখার সদস্য। ফিরোজ খানের দুর্বব্যহারের বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অভিযোগ দায়ের করেছিলেন।
আরও পড়ুন, মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৫, সপ্তমীর সকালে আনন্দ বদলে গেল বিষাদে
কর্নাটকের বেঙ্গালুরুতে এনএসইউআই-এর রাষ্ট্রীয় অধিবেশন হয়। নির্যাতিতা তরুণী ওই অধিবেশনের একজন কর্মকর্তা ছিলেন। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, ওই অধিবেশন চলাকালীন-ই ফিরোজ খান তাঁকে যৌন নিগ্রহ করেন। অভিযোগ সামনে আসার পরই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দলের অন্দরে তদন্ত প্রক্রিয়া শুরু করে দেয় কংগ্রেস হাইকম্যান্ড।
এহেন পরিস্থিতিতে হঠাত্ই পদত্যাগ করলেন ফিরোজ খান। সূত্রে খবর, সম্ভবত সোমবার-ই পদত্যাগ করেন ফিরোজ খান। দলের অন্দরে কানাঘুষো বলছে, তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতেই ফিরোজ খান পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই ফিরোজ খানের ইস্তফাপত্র গ্রহণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আরও পড়ুন, রাস্তায় 'দাগ'! সপ্তমীর ভোরে বাড়ির অদূরে উদ্ধার পঞ্চম শ্রেণির ছাত্রের দেহ
কর্মক্ষেত্রে যৌন হেনস্থার প্রতিবাদে মি টু ঝড় শুরু হয়েছিল বিদেশের মাটিতে। তবে ভারতের মাটিতে আছড়ে পড়তে সময় নেয়নি সেই ঝড়। মি টু ঝড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বেসামাল বলিউড। একের পর একের অভিনেতা, পরিচালক, লেখকের বিরুদ্ধে সামনে আসছে বিস্ফোরক অভিযোগ। বলিউডের পাশাপাশি, রাজনীতি, খেলার ময়দানেও মি টু নিয়ে মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিতারা।