দলের দুঃসময়ে ছুটির মেয়াদ বাড়িয়েই চলেছেন কংগ্রেসের যুবরাজ

ছুটির মেয়াদ বাড়ালেন রাহুল গান্ধী। সংসদের অধিবেশন ঘিরে এখন উত্তপ্ত জাতীয় রাজনীতি। কয়লা কেলেঙ্কারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে  সমন পাঠিয়েছে আদালত। জমি বিল রাজ্যসভায় আটকাতে মরিয়া কংগ্রেস। এসব নিয়ে যখন জোর তত্‍পরতা কংগ্রেস শিবিরে, তখন দেখাই মিলছে না কংগ্রেস ভাইস প্রেসিডেন্টের।

Updated By: Mar 12, 2015, 09:45 PM IST
দলের দুঃসময়ে ছুটির মেয়াদ বাড়িয়েই চলেছেন কংগ্রেসের যুবরাজ

ব্যুরো: ছুটির মেয়াদ বাড়ালেন রাহুল গান্ধী। সংসদের অধিবেশন ঘিরে এখন উত্তপ্ত জাতীয় রাজনীতি। কয়লা কেলেঙ্কারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে  সমন পাঠিয়েছে আদালত। জমি বিল রাজ্যসভায় আটকাতে মরিয়া কংগ্রেস। এসব নিয়ে যখন জোর তত্‍পরতা কংগ্রেস শিবিরে, তখন দেখাই মিলছে না কংগ্রেস ভাইস প্রেসিডেন্টের।

কথা ছিল দীর্ঘ ছুটি কাটিয়ে দশই মার্চ দিল্লি ফিরবেন তিনি। এখন শোনা যাচ্ছে মার্চের শেষের দিকে ফিরতে পারেন তিনি।  সতেরোই কিংবা আঠেরোই মার্চ  জমি বিল নিয়ে  সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সাংসদেরা। এমনকি সেই পদযাত্রাতেও দেখা যাবে না রাহুলকে। এবার সংসদের অধিবেশনের শুরু থেকেই গরহাজির তিনি। রাহুল কোথায় রয়েছেন তাও স্পষ্ট করে জানানো হয়নি কংগ্রেসর তরফে।

.