অমেঠিতে প্রায় ৬ হাজার ভোটে পিছিয়ে রাহুল, রায়বেরেলি থেকে পিছিয়ে সনিয়া-ও

এখন পর্যন্ত যা খবর আসছে, সার্বিক ট্রেন্ড অনুযায়ী, প্রথম রাউন্ডে ২৭২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১০২টি আসনে

Updated By: May 23, 2019, 09:35 AM IST
অমেঠিতে প্রায় ৬ হাজার ভোটে পিছিয়ে রাহুল, রায়বেরেলি থেকে পিছিয়ে সনিয়া-ও
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অমেঠি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জানা যাচ্ছে, কমপক্ষে ৬ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রাথমিক ট্রেন্ড বলছে, রায়বেরেলি থেকেও পিছিয়ে রয়েছেন সনিয়া গান্ধী। যদিও প্রথমে এগিয়ে ছিলেন তিনি।

জানা যাচ্ছে, রাহুল গান্ধী অন্য একটি কেন্দ্র কেরলের ওয়াইনাড থেকে এগিয়ে রয়েছেন তিনি। এখন পর্যন্ত যা খবর আসছে, সার্বিক ট্রেন্ড অনুযায়ী, প্রথম রাউন্ডে ২৭২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১০২টি আসনে। অন্যান্য ৬৩টিতে এগিয়ে। কংগ্রেস নেতা শশী থারুরু টুইটে জানিয়েছেন, তিরুঅন্তপুরমে মাত্র ৪ শতাংশ ভোট গণনা হয়েছে। ওই আসন ধরে রাখায় আশাবাদী শশী থারুর।

উল্লেখ্য, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিং ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিম বঙ্গেও প্রায় সব আসনেই বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। অনেকাংশে তৃণমূলের থেকেও এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। এমনটাই প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে।

.