ন্যাশনাল কনফারেন্সের নেতাকে গুলি করে হত্যা জঙ্গিদের, উরিতে সশস্ত্র জঙ্গি হানা

ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা। ন্যাশনাল কনফারেন্সের এক নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অবন্তিপুর এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই জঙ্গি হামলা বলে দাবি পুলিসের। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।

Updated By: Aug 26, 2015, 11:42 AM IST
ন্যাশনাল কনফারেন্সের নেতাকে গুলি করে হত্যা জঙ্গিদের, উরিতে সশস্ত্র জঙ্গি হানা

ওয়েব ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা। ন্যাশনাল কনফারেন্সের এক নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অবন্তিপুর এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই জঙ্গি হামলা বলে দাবি পুলিসের। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।

অন্যদিকে,কাশ্মীরের উরি সেক্টরে সশস্ত্র জঙ্গি হানা। পাল্টা জবাব ভারতীয় সেনার। উরির বিঝামা এলাকায় চার-পাঁচজন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চিরুনী তল্লাসি শুরু করেছে যৌথবাহিনী। অন্যদিকে আজ ভোররাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সেনার গুলিতে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। গোপনসূত্রে খবর পেয়ে হান্ডওয়ারা তহশীলের জঙ্গলে তল্লাসি চালায় আর্মি। সেই সময় হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।

এদিকে, আজই দু দিনের জম্মু-কাশ্মীর সফরে রাজ্যে আসছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।  

 

.