বাবার খুনিদের ক্ষমা করে দিয়েছি: রাহুল
রাজীব গান্ধীর হত্যার পর নিজের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি।
নিজস্ব প্রতিবেদন: রাজীব গান্ধীর হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন রাহুল গান্ধী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যার পর ভেঙে পড়েছিলেন তিনি। তবে কোনওরকম পছন্দ করেন না তিনি। কংগ্রেস সভাপতি বলেন,''আমরা বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছি। যে কারণই হোক, কোনও ধরণের হিংসা চাই না।''
তাঁর বাবাকে খুন করা হতে পারে বলে আগেই ইঙ্গিত পেয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ''আমরা জানতাম বাবাকে হত্যা করা হতে পারে। ঠাকুমাকেও (ইন্দিরা গান্ধী) হত্যা করা হবে জানতাম। রাজনীতিতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে মরতে হবে। আঘাত হানবে ওই অদৃশ্য শক্তি।''
हमने हमारे पिता के हत्यारों को माफ़ कर दिया है। कारण चाहे जो भी हो, मुझे किसी भी प्रकार की हिंसा पसंद नहीं है : कांग्रेस अध्यक्ष राहुल गाँधी
— Congress (@INCIndia) March 10, 2018
রাহুল গান্ধী আরও বলেন, ''আমার ঠাকুমা বলেছিলেন, আমাকে মেরে ফেলা হবে। আর বাবাকে আমি বলেছিলাম, তুমি মরতে চলেছ।'' বাবার মৃত্যু প্রসঙ্গে রাহুলের বক্তব্য,''আমরা খুব আঘাত পেয়েছিলাম। রেগেও গিয়েছিলাম। কিন্তু, ওদের ক্ষমা করে দিয়েছি।''
Congress President Rahul Gandhi interacted with IIM alumni in Singapore. #RGinSingapore #IIMChat https://t.co/bW8VRxwxWj
— Congress (@INCIndia) March 10, 2018
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ু নির্বাচনী প্রচারে রাজীব গান্ধীর উপরে আত্মঘাতী হামলা চালায় এলটিটিই। সেই এলটিটিই প্রধান প্রভাকরণের মৃতদেহ দেখে শিউরে উঠেছিলেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ''প্রভাকরণের মৃতদেহ টিভিতে দেখে আমার প্রথমেই মনে হয়েছে, কেন এই লোকটাকে অকথ্য অত্যাচার করা হয়েছে! ওর সন্তানদের কথা ভেবে খারাপ লেগেছিল।''
আরও পড়ুন- সপ্তম বেতন কমিশনের সুপারিশ ছাড়িয়ে বেতন বাড়ছে কেন্দ্রের চাকরিজীবীদের