'আমাকেও গ্রেফতার করুন', পোস্টার-কাণ্ডে মোদীকে চ্যালেঞ্জ Rahul-র
পোস্টারকাণ্ডে ১৩টির বেশি এফআইআর করেছে দিল্লি পুলিস। ধৃত ১৭।
নিজস্ব প্রতিবেদন: মোদী বিরোধী পোস্টার দেওয়ার অভিযোগে অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক মনোভাবের অভিযোগ তুলে সরব হয়েছেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা। 'আমাকেও গ্রেফতার করা হোক' বলে টুইট করেছেন সনিয়া-তনয়।
'মোদীজি আপনি আমাদের বাচ্চাদের টিকা কেন বিদেশে পাঠালেন?' পোস্টারের কথা টুইট করে রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্য,''আমাকেও গ্রেফতার করুন।''
Arrest me too.
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
রাহুলের পথেই সরব হয়েছেন কংগ্রেস নেতারা। অভিষেক মনু সিঙ্ঘভির (Abhishek Singhvi) কথায়,''আমি বিস্মিত ও হতবাক। কোন আইনে ও কীসের ক্ষমতায় পোস্টার দেওয়ার জন্য অটো চালক, মজদুর ও ছাপাখানা কর্মীদের গ্রেফতার করা হল। এটা উত্তরপ্রদেশের এক ব্যক্তির বাবাকে হারানোর অভিযোগের ঘটনার মতো। দেশে আইনব্যবস্থা ভেঙে পড়েছে।''
Am shocked &stunned. May vehemently disagree bt under what authority, what law, wht power can U arrest those who put up posters eg auto driver, printer, daily wager etc. This, like UP arrest of person who complained on losing his father, smacks of a lawless state gone amuck!
— Abhishek Singhvi (@DrAMSinghvi) May 16, 2021
পি চিদম্বরমের (P Chidambaram) টুইট,''ভারত স্বাধীন দেশ। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। ব্যতিক্রম শুধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না। সে কারণে পোস্টার দেওয়ার জন্য ২৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস।''
Celebrate, India is a free country. There is freedom of speech
Except, when you ask a question of the Honourable Prime Minister
That is why the Delhi Police arrested 24 persons for allegedly pasting a poster in Delhi
— P. Chidambaram (@PChidambaram_IN) May 16, 2021
তাঁর বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটানোর হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh)। তাঁর কটাক্ষ,''প্রধানমন্ত্রীর সমালোচনা করে পোস্টার দেওয়া কি অপরাধ? মোদী দণ্ডবিধি চলছে ভারতে? অতিমারীর মাঝে কি বেকার হয়ে পড়ল দিল্লি পুলিস?''
Putting up critical posters against PM is now a crime? Is India run by the Modi Penal Code now? Is the Delhi Police so jobless in the middle of a raging pandemic??
I am putting up posters on my compound wall tomorrow. Come get me.@DelhiPolice @AmitShah https://t.co/cFH8Tdh93p
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 15, 2021
পোস্টারকাণ্ডে ১৩টির বেশি এফআইআর করেছে দিল্লি পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে নাগরিক সম্পত্তি বিকৃতি আইনের ধারা। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে।
আরও পড়ুুন- কোভিডের প্রথম ঢেউয়ের পর গাফিলতি করেছে সরকার: Mohan Bhagwat