Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় সমন, ED দফতরে রাহুল, ধুন্ধুমার দিল্লির পাওয়ার করিডর
বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি। ইতিমধ্যেই কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে।
![Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় সমন, ED দফতরে রাহুল, ধুন্ধুমার দিল্লির পাওয়ার করিডর Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় সমন, ED দফতরে রাহুল, ধুন্ধুমার দিল্লির পাওয়ার করিডর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/13/378578-dac7f040-3dae-4fe4-95fd-35bed3aecc6e.jpg)
LIVE UPDATES:
## রাহুল-প্রিয়ঙ্কা একসঙ্গে গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধীকে দেখতে গেলেন।
## মধ্য়াহ্নভোজের পর ইডি দফতর গেলেন না রাহুল গান্ধী।
## মধ্যাহ্নভোজ সারতে বাড়ি গেলেন রাহুল গান্ধী।
## তুঘলক রোড থানায় কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে এলেন প্রিয়ঙ্কা গান্ধী।
## ED দফতরে পৌঁছলেন রাহুল গান্ধী।
## উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত গ্রেফতার।
## রাহুলের ED হাজিরাকে কেন্দ্র করে ধুন্ধুমার দিল্লির পাওয়ার করিডর।
## একের পর এক ব্য়ারিকেড ভাঙলেন কংগ্রেস নেতা-কর্মীরা।
## রাস্তায় বসে পড়লেন অধীর চৌধুরী, পি চিদারম্বম, অশোক গেহলট।
## ইডি অফিসের সামনে পৌঁছলেন কংগ্রেস নেতারা। অফিসের ২০০ মিটার আগেই ব্যারিকেডে আটকে দেওয়া হল তাঁদের।
## প্রিয়ঙ্কার সঙ্গেই রাহুলের সাথে কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারা।
## আকবর রোড ছেড়ে এবার জনপথ ধরে এগোচ্ছে কংগ্রেসের মিছিল।
## ১৪৪ ধারা উপেক্ষা করে কংগ্রেস কর্মীদের মিছিল।
## হেঁটেই ED দফতরের দিকে রাহুল গান্ধী।
## ৩টি ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে পড়েছে।
## ব্যারিকেড সরিয়ে এগোচ্ছেন কংগ্রেস নেতা-কর্মীরা।
## কংগ্রেস শান্তিপূর্ণভাবে সত্যাগ্রহ অবস্থান করবে, আগাম জানিয়েছিলেন অধীর চৌধুরী।
জ্যোতির্ময় কর্মকার: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির সমন। আর কিছুক্ষণের মধ্যেই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রাহুল গান্ধীর। আর তার জেকে সকাল থেকেই বিক্ষোভ কংগ্রেসের। বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি। ইতিমধ্যেই কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। ওদিকে কংগ্রেস অফিসের গেটের সামনে আধাসেনা মোতায়েন করে দেওয়া হয়েছে। ফলে কংগ্রেস নেতারা কার্যত কংগ্রেস অফিসের মধ্যে অবরুদ্ধ। দেশজুড়েও প্রতিবাদ। প্রতিবাদে সামিল কংগ্রেস নেতা-নেতৃত্ব ও কর্মীরা।
আরও পড়ুন, Rahul Gandhi: রাহুলকে ইডির তলব, প্রতিবাদের নয়া কৌশল কংগ্রেসের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)