রাজনীতিতে যোগ দিলেন ‘আশিকি’ তারকা রাহুল রয়
এখনও লোকের মুখে মুখে ফেরে ‘বাস এক সনম চাহিয়ে... আশিকিকে লিয়ে’। সেই ‘আশিকি’ তারকা রাহুল রয়ই এবার রাজনীতিতে যোগ দিলেন।
নিজস্ব প্রতিবেদন: ‘সাঁসো কি জরুরত হ্যায় জ্যায়সে....’। নয়ের দশকের সুপারহিট রোম্যান্টিক ছবি ‘আশিকি’, যার গানের হিল্লোলে আসমুদ্র হিমাচল দুলে উঠেছিল। অভিনেত্রী অনু আগরওয়ালের সঙ্গে সুপারস্টার রাহুল রয়ের রসায়ন তখন লোকের মুখে মুখে। শুধু তাই নয়, এখনও লোকের মুখে মুখে ফেরে ‘বাস এক সনম চাহিয়ে... আশিকিকে লিয়ে’। সেই ‘আশিকি’ তারকা রাহুল রয়ই এবার রাজনীতিতে যোগ দিলেন। কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে শনিবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা।
আরও পড়ুন : মায়ের করুণ আর্তি, বন্ধুদের আন্তরিক ডাক, লস্কর ছেড়ে আত্মসমর্পণ মাজিদের
বিজেপিতে যোগ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহর নেতৃত্বের প্রশংশা করে অভিনেতা বলেন যে, ‘আজ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন।’ রাহুল রয় আরও বলেন, ‘দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ-জি যেভাবে কাজ করছেন, তা সত্যিই অনবদ্য। তাঁরা দেশকে উন্নতির একেবারে শিখরে নিয়ে যাবেন। দেশের মানুষের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছেন তাঁরা।’
প্রসঙ্গত, ১৯৯০ সালে ‘আশিকি’ দিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন অভিনেতা রাহুল রয়। তাঁর সেই রোম্যান্টিক চকোলেট বয় লুক দর্শকদের মনে গেঁথে রয়েছে আজও। ২০০৭ সালে রিয়েলিটি শো বিগ বসও জেতেন তিনি।
আরও পড়ুন : অবশেষে গুজরাট নির্বাচনের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি