জরুরি যাত্রার জন্য নয়া পরিষেবা রেলের
তত্কালের সময় শেষ। অথচ রওনা হতে পারাটা খুবই জরুরি। কি করবেন? মুশকিল আসানে নয়া পরিষেবা আনছে রেল। আপাতত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সাদার্ন ডিভিশনে। সফল হলে বাকি ডিভিশনগুলিতেও চালু হয়ে যাবে নয়া পরিষেবা।
ওয়েব ডেস্ক: তত্কালের সময় শেষ। অথচ রওনা হতে পারাটা খুবই জরুরি। কি করবেন? মুশকিল আসানে নয়া পরিষেবা আনছে রেল। আপাতত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সাদার্ন ডিভিশনে। সফল হলে বাকি ডিভিশনগুলিতেও চালু হয়ে যাবে নয়া পরিষেবা।
তত্কাল টিকিট কাটার সময় শেষ। তবে যেতেই হবে। জরুরি প্রয়োজন টিকিটের। এমারজেন্সি কোটায় টিকিট কাটলেও কনফার্ম হবে না। অগত্যা যাত্রা বাতিল। হাপিত্যেশ করে বসে থাকা আরও কয়েক ঘণ্টা বা গোটা একটা দিনের জন্য।
এবার এ যন্ত্রণা থেকে মুক্তি মিলতে চলেছে। জরুরি কোটায় মিলবে কনফার্মড টিকিট। তেমনই ব্যবস্থা করেছে রেল। জরুরি কারণে টিকিট প্রয়োজন হলে রেলের আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে। এর সঙ্গে কী জরুরি কারণ, প্রমাণ পত্র দিয়ে তাও জানাতে হবে রেলের ওই আধিকারিককে। সংশ্লিষ্ট আধিকারিক কারণ খতিয়ে দেখে সন্তুষ্ট হলে এমারজেন্সি কোটায় কনফার্মড টিকিটের ব্যবস্থা করে দেবেন।
কারা এই সুবিধা পাবেন?
সেনা জওয়ান বা অফিসার, যাঁদের খুব অল্প সময়ের নোটিসে যাত্রা করতে হয়। অসুস্থ বয়স্ক মানুষ, একক, নিঃসঙ্গ মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, ছাত্রছাত্রী, যাঁদের ইন্টারভিউয়ের জন্য যাত্রা করতে হবে, শিশুরা, যাদের জরুরি যাত্রা প্রয়োজন।
আপাতত এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সাদার্ন রেলে। সাফল্য এলে এই পরিষেবা চালু হয়ে যাবে অন্যান্য সমস্ত ডিভিশনে।