ঘুষ কাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারের তলায় রেলমন্ত্রকের আধিকারিকরা
ঘুষ নেওয়ার অপরাধে কেন্দ্রীয় রেলমন্ত্রী পবন কুমার বনশলের ভাগ্নে আপাতত পুলিসের হেফাজতে। ঘুষ বিতর্কে সিবিআইয়ের স্ক্যানারের তলায় স্বয়ং রেলমন্ত্রীও। সোমবার সিবিআই সূত্রে জানা গেছে এই ঘটনায় রেলমন্ত্রকের বিভিন্ন আধিকারিকদেরও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ঘুষ নেওয়ার অপরাধে কেন্দ্রীয় রেলমন্ত্রী পবন কুমার বনশলের ভাগ্নে আপাতত পুলিসের হেফাজতে। ঘুষ বিতর্কে সিবিআইয়ের স্ক্যানারের তলায় স্বয়ং রেলমন্ত্রীও। সোমবার সিবিআই সূত্রে জানা গেছে এই ঘটনায় রেলমন্ত্রকের বিভিন্ন আধিকারিকদেরও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সূত্রে খবর বনশলের ব্যক্তিগত সচিবকে জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে সিবিআই।
বহিষ্কৃত রেলওয়ে বোর্ডের সদস্য মহেশ কুমারের পোস্টিং সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই।
সূত্রে জানা গিয়েছে সিবিআই বনশলের ভাগ্নে বিজয় সিংলা ও তাঁর সহযোগীদের জেরা করে জানার চেষ্টা করছে মহেশ কুমারের পদোন্নতির সঙ্গে জড়িত ছিলেন কারা।
ইতিমধ্যেই তদন্তে জানা গিয়েছে সিংলা এই বিষয়ে রেল মন্ত্রকের কোনও আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে ছিলেন।