কানপুরে শিয়ালদা-আজমেঢ় বেলাইন হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে: সুরেশ প্রভু

কানপুরে শিয়ালদা-আজমেঢ় বেলাইন হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। টুইট করে জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি ব্যক্তিগত ভাবে গোটা বিষয়ের ওপর নজর রাখছেন বলেও লেখেন রেলমন্ত্রী। দুর্ঘটনার পরই উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন তিনি। আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান।

Updated By: Dec 28, 2016, 12:11 PM IST
কানপুরে শিয়ালদা-আজমেঢ় বেলাইন হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে: সুরেশ প্রভু

ওয়েব ডেস্ক: কানপুরে শিয়ালদা-আজমেঢ় বেলাইন হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। টুইট করে জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি ব্যক্তিগত ভাবে গোটা বিষয়ের ওপর নজর রাখছেন বলেও লেখেন রেলমন্ত্রী। দুর্ঘটনার পরই উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন তিনি। আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান।

দুর্ঘটনার জেরে কানপুর-দিল্লি শাখায় রেল চলাচল প্রভাবিত। বেশকয়েকটি ট্রেনকে কানপুর সেন্ট্রাল এবং ইটাওয়া স্টেশনে আটকে দেওয়া হয়। পরিস্থিতির সামাল দিতে কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়।

দুর্ঘটনার কিছু সময়ের মধ্যে শুরু হয় উদ্ধারকাজ। ঘণ্টা তিনেকের মধ্যেই প্রশাসনের তরফে জানানো হয়, সমস্ত যাত্রীকেই  উদ্ধার করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌছতে বিকল্প বন্দোবস্তও করে প্রশাসন।

.