আজ থেকেই বাড়ছে রেলের সব শ্রেণীর যাত্রী ভাড়া
যাত্রীভাড়া বাড়ছে রেলের। সব শ্রেণির যাত্রীভাড়া বাড়ানো হল১৪.২%। ৬.২% হারে বাড়ানো হচ্ছে পণ্যমাসুলও। বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে ২৫ জুন থেকে। বৃহস্পতিবারই ইঙ্গিত মিলেছিল। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণাটা করলেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। তবে দায়টা সুকৌশলে চাপিয়ে দিলেন আগের সরকারের ওপর।
যাত্রীভাড়া বাড়ছে রেলের। সব শ্রেণির যাত্রীভাড়া বাড়ানো হল১৪.২%। ৬.২% হারে বাড়ানো হচ্ছে পণ্যমাসুলও। বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে ২৫ জুন থেকে। বৃহস্পতিবারই ইঙ্গিত মিলেছিল। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণাটা করলেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। তবে দায়টা সুকৌশলে চাপিয়ে দিলেন আগের সরকারের ওপর।
ষোলোই মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই রেলের ভাড়া ও পণ্যমাসুল বৃদ্ধির কথা ঘোষণা করে বিদায়ী কেন্দ্রীয় সরকার। তখনই ঠিক হয়েছিল যাত্রীভাড়া চোদ্দ দশমিক দুই শতাংশ এবং পণ্য মাসুল ছয় দশমিক দুই শতাংশ বাড়ানো হবে বিশে মে থেকে। কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে শুরু হয় বিতর্ক। অস্বস্তিতে পড়েন তত্কালীন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে। বিতর্কের জেরে ওই সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় রেলবোর্ড। একমাসের মাথায় ফের সেই সিদ্ধান্তই কার্যকর করল এনডিএ সরকার। একনজরে দেখে নেওয়া যাক, দূরপাল্লার কোন ট্রেনের ভাড়া কত দাঁড়াল।
বাড়তে চলেছে নিত্যযাত্রীদের মান্থলির খরচাও। আগামী নয়ই জুলাই-ই রেলবাজেট। তার আগে কীভাবে রেলভাড়া বাড়ানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী?
মূল্যবৃদ্ধির খাঁড়া তো রয়েছেই। তার ওপর, মোদী সরকারের এই সিদ্ধান্তে জনগণের ঘাড়ে যে বিরাট বোঝা চাপবে? নীরব রেলমন্ত্রী।