ধর্ষকরা বিহারি, বিতর্কিত মন্তব্যে রাজ আছেন রাজেই
ভারতে বেড়ে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ভিন রাজ্যে বসবাসকারী বিহারিরাই দায়ি। শনিবার রাতে গোরেগাঁওতে এক জনসভায় এই বিতর্কিত মন্তব্যটি করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে। তবে শুধু এই বলেই ক্ষান্ত দেননি রাজ ঠাকরে। নিজের সপক্ষে যুক্তি হিসাবে তিনি জানান দিল্লির গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত প্রত্যেকেই বিহারি।
ভারতে বেড়ে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ভিন রাজ্যে বসবাসকারী বিহারিরাই দায়ি। শনিবার রাতে গোরেগাঁওতে এক জনসভায় এই বিতর্কিত মন্তব্যটি করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে। তবে শুধু এই বলেই ক্ষান্ত দেননি রাজ ঠাকরে। নিজের সপক্ষে যুক্তি হিসাবে তিনি জানান দিল্লির গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত প্রত্যেকেই বিহারি।
তিনি বলেন ``এখন প্রত্যেকেই দিল্লির ধর্ষণ কাণ্ড নিয়ে আলোচনা করছেন। কিন্তু এই ভয়ঙ্কর অপরাধীরা কোথা থেকে এসেছে তা নিয়ে কেউই কিছু বলছে না। এর আগেও এদের (বিহারিদের) বিরুদ্ধে মন্তব্য করার জন্য আমাকে সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু কেউই এই সত্যিটা নিয়ে মুখ খুলছেন না যে, এই ঘটনায় অভিযুক্ত প্রত্যেক ধর্ষকই আদতে বিহারের।``
ভিনরাজ্যে বসবাসকারী বিহারিদের সম্পর্কে এই ধরণের আপত্তিজনক মন্তব্য অবশ্য এমএনএস প্রধান এই প্রথম করলেন না। এর আগে মহারাষ্ট্রের বসবাসকারী বিহারিদের অনুপ্রবেশকারী বলেছিলেন তিনি। এমনকী ছট পুজো নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন।