লোকসভায় কলঙ্কের দিনে সাসপেন্ড ১৭ সাংসদ, সংসদে ছোঁড়া হল গোলমরিচের গুঁড়ো, চালানো হল ছুরি

তেলেঙ্গানা ইস্যুকে ঘিরে দক্ষযজ্ঞ হয়ে গেল সংসদে। সাসপেন্ড হলেন লোকসভার ১৭জন সাংসদ। সীমান্ধ্রের সাংসদদের প্রবল বিরোধিতার মধ্যেই লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে। বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে অধিবেশন। ফের অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলেঙ্গানা বিরোধী সাংসদরা। তেলেঙ্গানার সমর্থক সাংসদদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।

Updated By: Feb 13, 2014, 03:12 PM IST

তেলেঙ্গানা ইস্যুকে ঘিরে দক্ষযজ্ঞ হয়ে গেল সংসদে। দেখে নেব সেই দক্ষযজ্ঞের লাইভ আপডেট--

দুপুর ৩টা- লোকসভা ও রাজ্যসভা ১৭ তারিখ পর্যন্ত স্থগিত

১.১৫টা- আজ গণতন্ত্রের কালো দিন বলে জানালেন লোকসভার স্পিকার মীরা কুমার।

লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ অসাংবিধানিক বলে জানাল তৃণমূল।

১টা- অভিযুক্ত ১৭ জন সাংসদকে সাসপেন্ড করা হল। এর মধ্যে ১১ জন কংগ্রেসের, ২ জন ওয়াই এসআর আর বাকি ৪ জন টিডিপির।

১২টা ৪৫: কপিল সিব্বল নিশ্চিত করে জানালেন পেশ করা হয়েছে তেলেঙ্গানা বিল।

১২টা ৪০: পিপার স্প্রে-এর ফলে অসুস্থ মিডিয়া কর্মীরাও।

১২টা ৩৫: সংসদের উভয়কক্ষ ১২টা অবধি স্থগিত।

১২টা ৩৫: সূত্রে খবর রাজ্যসভায় মাইক ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন টিডিপি সাংসদ রমেশ।

১২টা ৩০: সূত্রে খবর টিডিপি সাংসদ বেণুগোপাল রেড্ডি তেলেঙ্গানা বিল পেশ করার সময় ছুরি বার করেছিলেন।

১২টা ২০: সূত্রে খবর টিডিপি সাংসদ বেণুগোপাল রেড্ডি সেক্রেটারি জেনারেলের টেবিলের মাইক ভেঙে ফেলেছেন। রাজাগোপাল ভেঙেছেন কাঁচের গ্লাস।

১২টা ১৫: বিজয়ওয়াডার সাংসদ রাজগোপালকে রক্ষা করে নিয়ে গেলেন সংসদের নিরাপত্তা কর্মীরা। স্প্রে কাণ্ডের পর অন্য সাংসদরা রাজগোপালের উপর হামলা করেন।

১২টা ১৫: সংসদের ভিতর পিপার স্প্রে চালালেন এক সাংসদ। প্রত্যেকে কাশতে শুরু করেন।

১২টা ১২: অন্তত তিনজন সাংসদকে লোকসভা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল।

১২টা ০৮: রাজ্যসভায় চূড়ান্ত অরাজকতা। সীমান্ধ্রের কিছু সাংসদ ওয়েলের মধ্যে ঢুকে পড়ে চেয়ারম্যানের মাইক ভাঙার চেষ্টা করলেন।

১২টা ০৬: অবিভক্ত তেলেঙ্গানার দাবিতে রাজ্যসভায় প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে শুরু করলেন সাংসদরা।

১২টা ০৫: হৈহট্টগোলের জেরে স্থগিত হয়ে গেল লোকসভা।

১২টা ৩: সাংসদদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু। আহত হলেন রাজাগোপাল।

১২টা ৩: পিপার স্প্রে ছড়ানো হল লোকসভায়। সাংসদরা চোখ ঢেকে কাশতে শুরু করলেন।

১২টা ০২: বহিষ্কৃত কংগ্রেস সাংসদ রাজাগোপাল তেলেঙ্গানা বিল পেশ করার পর লোকসভায় পেপার স্প্রে ছড়ালেন।

দুপুর ১২টা: স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ করলেন।

১১টা ৫০: তেলেঙ্গানা পক্ষের ও বিপক্ষের সমর্থকরা সংসদের বাইরে বিজয় চকে মারামারি শুরু করলেন।

১১টা ৪৫: সীমান্ধ্রের চার কংগ্রেস সাংসদ অন্ধ্র ভাগের বিরোধীতা করে সাংসদপদ ও দল থেকে পদত্যাগ করলেন।

১১টা ০৫: গণ্ডগোলের জেরে ১২টা অবধি স্থগিত হয়ে গেল সংসদের উভয়কক্ষ।

১১টা: সূত্রের খবর ১২টা নাগাদ পেশ হতে পারে তেলেঙ্গানা বিল।

সাসপেন্ড হলেন লোকসভার ১৭জন সাংসদ। সীমান্ধ্রের সাংসদদের প্রবল বিরোধিতার মধ্যেই লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে। দে

বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে অধিবেশন। ফের অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলেঙ্গানা বিরোধী সাংসদরা। তেলেঙ্গানার সমর্থক সাংসদদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।

কংগ্রেস থেকে বহিষ্কৃত সাংসদ এল রাজাগোপাল লোকসভার মধ্যেই পিপার স্প্রে ছিটিয়ে দেন। প্রচণ্ড কাশির দমকে অসুস্থ হয়ে পড়েন সাংসদরা। সেক্রেটারি জেনারেলের টেবিলের মাইক ভেঙে দেওয়ার পাশাপাশি টিডিপি সাংসদ বেণুগোপাল রেড্ডি ছুরি বের করেন বলে অভিযোগ।

তেলেঙ্গানা ইস্যুতে প্রবল হট্টগোল রাজ্যসভাতেও। রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনের মাইক ভেঙে দেওয়ার চেষ্টা করেন সীমান্ধ্রের সাংসদরা। সংসদের বাইরে বিজয়চকেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তেলেঙ্গানাপন্থী ও তেলেঙ্গানা-বিরোধীরা।

.