নভেম্বরে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, ছাড়াল ১ লক্ষ কোটি টাকা

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নভেম্বরে জিএসটি সংগ্রহের পরিমান ছিল ১,০৩,৪৯২ কোটি টাকা। এর মধ্যে ১৯,৫৯২ কোটি কেন্দ্রের প্রাপ্য। ২৭,১৪৪ কোটি টাকা প্রাপ্য রাজ্যগুলির। আন্ত রাজ্য জিএসটি সংগ্রহ হয়েছে ৪৯,০২৮ কোটি টাকা।

Updated By: Dec 1, 2019, 04:55 PM IST
নভেম্বরে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, ছাড়াল ১ লক্ষ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন: তিন মাস পর ফেল ১ লক্ষ কোটি টাকা ছাড়াল সংগৃহীত পণ্য পরিষেবা করের পরিমাণ। অক্টোবরের থেকে ৬ শতাংশ বেড়ে হয়েছে ১.০৩ কোটি টাকা। গত নভেম্বরে জিএসটি (GST) সংগ্রহের পরিমাণ ছিল ৯৭,৬৩৭ কোটি টাকা। 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নভেম্বরে জিএসটি সংগ্রহের পরিমান ছিল ১,০৩,৪৯২ কোটি টাকা। এর মধ্যে ১৯,৫৯২ কোটি কেন্দ্রের প্রাপ্য। ২৭,১৪৪ কোটি টাকা প্রাপ্য রাজ্যগুলির। আন্ত রাজ্য জিএসটি সংগ্রহ হয়েছে ৪৯,০২৮ কোটি টাকা। এছাড়া ৭,৭২৭ কোটি টাকা সেস সংগ্রহ হয়েছে। 

তৃণমূলকে রুখতে এবার রাজ্যে বাম - কংগ্রেস জোটের হাত ধরল বিজেপি

লাগাতার ২ মাসের পতনের পর অবশেষে নভেম্বরে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ। ঘরোয়া জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। যা চলতি বছরে সর্বোচ্চ। 

Tags:
.