ভারতীয় স্টেট ব্যঙ্কের নতুন চেয়ারম্যান হচ্ছেন রজনীশ কুমার
ওয়েব ডেস্ক : ভারতীয় স্টেট ব্যঙ্কের নতুন চেয়ারম্যান হচ্ছেন রজনীশ কুমার। তিনি অরুন্ধুতী ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অ্যাপয়েন্টমেন্টস কমিটি বুধবার রজনীশ কুমারের নাম ঘোষণা করে। আগামী ৭ অক্টোবর তিনি দায়িত্বগ্রহণ করবেন।
১৯৮০ সালে প্রবেশনারি অফিসার হিসেবে সেস্ট ব্যাঙ্কে যোগ দেন রজনীশ। প্রায় ৪ দশক ধরে নিজের কাজের দক্ষতা দেখিয়ে ২০১৫ সালে এসবিআই-এর একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন তিনি। সেখানও ব্যাঙ্কের রিটেল ব্যাবসায় উন্নতি দেখান তিনি। এরপরই সংস্থার চেয়ারপার্সন হিসেবে তাঁর নাম প্রস্তাব করা হয়।
আরও পড়ুন- সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, আশঙ্কা মুদ্রাস্ফীতির
২০১৩ সালের অক্টোবর মাসে ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন হন অরুন্ধুতী ভট্টাচার্য। আগামী ৬ সেপ্টেম্বর তিনি অবসর নেবেন। গত বছরই তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নির্দেশে আরও এক বছর অতিরিক্ত এই পদে বহাল থাকেন তিনি। অরুন্ধুতী ভট্টাচার্যই স্টেট ব্যাঙ্কের প্রথম মহিলা চেয়ারপার্সন।