আহমেদ প্যাটেলকে ভোট না দেওয়ায় গুজরাটের ৮ বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস

Updated By: Aug 9, 2017, 08:30 PM IST
আহমেদ প্যাটেলকে ভোট না দেওয়ায় গুজরাটের ৮ বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস

ওয়েবডেস্ক: রাজ্যসভায় দলের প্রার্থী আহমেদ প্যাটেলকে ভোট না দেওয়ায় ৮ বিধায়ককে বহিষ্কৃত করল কংগ্রেস। তাঁদের ৬ মাসের জন্য বহিষ্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র মনীশ দোশী।

গুজরাটের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা অশোক গেহলট এএনআই-কে জানিয়েছেন, রাজ্যসভার ভোটে দলীয় হুইপ ভঙ্গ করায় ৮ জন বিধায়ককে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। বিস্তর নাটকের পর গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন আহমেদ প্যাটেল। সনিয়া গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতার কথায়, ‘এই জয় দলের কর্মীদের উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে। বিধানসভায় ১২৫টি আসনের লক্ষ্য স্থির করে দিয়েছে।’ চলতি বছরের শেষের দিকে গুজরাটে বিধানসভার নির্বাচন।  

 এবার রাজ্যসভার লড়াই তাঁর জীবনে কঠিনতম বলে স্বীকার করেছেন আহমেদ প্যাটেল। আজ বাজি ফাটিয়ে তাঁর জয়ের আনন্দ সেলিব্রেট করেছেন কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন- আহমেদের জয়ে 'ঈশ্বরকে ধন্যবাদ' সোনিয়ার

.