রিয়েলিটি শো থেকে বাদ দেওয়া হয়েছে পাপনকে, জানালেন রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র
এসেল গ্রুপ থেকে বাদ পড়লেন পাপন।
নিজস্ব প্রতিবেদন: রিয়েলেটি শো থেকে বাদ পড়লেন গায়ক পাপন। রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র স্পষ্ট করলেন, পাপনকে কোনওরকম রেয়াত করা হবে না। তাঁকে শো থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।
একটি রিয়েলিটি শোয়ে নাবালিকা প্রতিযোগীকে জোর করে চুম্বনের অভিযোগ উঠেছে পাপনের বিরুদ্ধে। ওই শোতে বিচারক ছিলেন তিনি। এদিন টুইটারে রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র লিখেছেন,''শুধু পাপনের বিরুদ্ধেই নয়, বরং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য সংস্থার সিএমডি-কে পরামর্শ দিয়েছি। গ্রুপের সঙ্গে পাপনের সম্পর্ক চিরকালের মতো শেষ। শোয়ের রেকর্ড হয়ে যাওয়া পর্ব থেকে পাপনের অংশগুলি বাদ দেওয়া হয়েছে।''
On incidence of Papon I have advised CMD of the Company to take stringent action not only against him but others involved. Papon is barred for ever from our group
— Subhash Chandra (@subhashchandra) 24 February 2018
Papon’s already recorded shows have also been edited and he has been removed from the shows which will go on air today onwards
— Subhash Chandra (@subhashchandra) 24 February 2018
পাশাপাশি রাজ্যসভার সাংসদ আরও লিখেছেন,''ঘটনাটি দুর্ভাগ্যজনক। যে কারণই হোক না কেন, এর তীব্র নিন্দা করছি। আমি কর্তৃপক্ষকে বলছি, আইন মেনে যা যা পদক্ষেপ সম্ভব, তা করতে হবে। আমাদের উপর ভরসা করে ছেলেমেয়েদের পাঠান মা-বাবারা। তাঁদের সেই ভরসা ভাঙা কখনই উচিত নয়। প্রতিটি শিশুকে নিজের সন্তান মনে করাই কর্তব্য। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরই।''
Papon incident is unfortunate & must be unequivocally condemned, whatever the reason may be. I urge the authorities to take every action that they think deems fit to the law & let law take its due course.
— Subhash Chandra (@subhashchandra) 24 February 2018
When the parents send their children for participating in reality shows, they bestow trust upon us, which we must never break. We are duty bound to treat every kid as ours and provide them safety and security.
— Subhash Chandra (@subhashchandra) 24 February 2018
সুভাষ চন্দ্রের মতে, ''শিশু নির্যাতনের বেশিরভাগ ঘটনাই আড়ালে থেকে যায়। ভাল ও খারাপ স্পর্শের ফারাক করতে পারে না শিশুরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।মামলাকারী বিষয়টি লক্ষ্য করেছেন, তাঁকে সাধুবাদ জানাচ্ছি। এর পাশাপাশি ঘটনাটি প্রকাশ করার জন্য সংবাদমাধ্যমেরও সাধুবাদ প্রাপ্য।''
Majority of the child abuse cases go unreported as the child fails to understand between good & bad touch. The authorities are the best to decide in this case. I appreciate the petitioner for being vigilant & all the media houses who have been reporting about the story.
— Subhash Chandra (@subhashchandra) 24 February 2018
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রিয়েলিটি শো-র একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, প্রতিযোগী নাবালিকার ঠোঁটে চুম্বন করছেন পাপন। পসকো আইনে পাপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুনা ভুঁইঞা। এর মধ্যে পাপন আবার নিজেও শো ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন টুইটারে। এরইসঙ্গে নিজের আচরণের সাফাইও দিয়েছেন এই গায়ক।
— papon angaraag (@paponmusic) 24 February 2018