রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ
রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসাবে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ এই ঘোষণা ভেসে এল গেরুয়া শিবির থেকে এবং নাম ঘোষণার সময় রামনাথ কোবিন্দের দলিত পরিচয় বারংবার উল্লিখিত হয়।
ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসাবে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ এই ঘোষণা ভেসে এল গেরুয়া শিবির থেকে এবং নাম ঘোষণার সময় রামনাথ কোবিন্দের দলিত পরিচয় বারংবার উল্লিখিত হয়।
উত্তরপ্রদেশের কানপুর জেলার দেরাপুর তহশিলের পরাউঙ্খ গ্রামে ১৯৪৫ সালের ১লা অক্টোবর জন্ম গ্রহণ করেন রামনাথ কোবিন্দ। অতীতে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী ছিলেন শ্রী কোবিন্দ। ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত বিজেপি দলিত মোর্চার সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। উত্তরপ্রদেশ থেকে দুটি মেয়াদে রাজ্যসভার সদস্য হয়েছিলেন রামনাথ কোবিন্দ।