রাম রহিমের সাজা ঘোষণা, রাজনাথের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে দোভাল

Updated By: Aug 28, 2017, 12:03 PM IST
রাম রহিমের সাজা ঘোষণা, রাজনাথের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে দোভাল

ওয়েব ডেস্ক : ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার সাজা ঘোষণা করা হবে গুরমিত রাম রহিম সিং-এর। আর সেই উপলক্ষ্যেই পঞ্জাব এবং হরিয়ানা জুড়ে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

ডেরা সাচ্চা সওদা প্রধানের সাজা ঘোষণা উপলক্ষ্যে পঞ্জাব এবং হরিয়ানায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পঞ্জাব, হরিয়ানার পাশাপাশি দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করার পর এখনও প‌র্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এবার আজ সাজা ঘোষণা হলে ফের কোনও বড়সড় সংঘর্ষ বেধে ‌যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে তৈরি রাখা হয়েছে সেনাবাহিনীকে। রোহতক সিরসার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ৯ হাজার আধাসেনা। রয়েছে বিশাল পুলিশ বাহিনীও।

.