আদালতে নয়, রাম রহিমের সাজা ঘোষণা করতে রহতকের জেলেই যাবেন বিচারক

Updated By: Aug 27, 2017, 06:18 PM IST
আদালতে নয়, রাম রহিমের সাজা ঘোষণা করতে রহতকের জেলেই যাবেন বিচারক

ওয়েব ডেস্ক: অপরাধী নয়, আদালতই উঠে আসছে আসামীর কাছে।

সোমবার ডেরা সচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করবে সিবিআই আদালত। বর্তমানে রাম রহিমকে রোহতকের সুনারিয়া জেলে রাখা হয়েছে। সেখানেই ডেরা প্রধানের সাজা ঘোষণা করবেন সিবিআই আদালতের বিচারক।

রোহতক জেল কর্তৃপক্ষকে বিচারক জগদীপ সিংয়ের জন্য এজলাস তৈরির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এখানেই তাঁকে সাজা শোনানোর জন্য উড়িয়ে আনা হবে। এনিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, রাম রহিম সিংকে গ্রেফতারের প্রতিবাদে হওয়া বিক্ষোভে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩৬ জন। আহত আড়াইশো ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে সেনা ও আধাসেনা। এর পরও রোহতকের ডেরা সমর্থকদের ভয়ে কাঁটা হয়ে রয়েছে প্রশাসন। নিরাপত্তার কথা বিচার করেই আদালত ওই সিদ্ধান্ত নিয়েছে।

২০০২ সালের এক ধর্ষণের মামলায় শুক্রবার রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে পঞ্চকুলার সিবিআই আদালত। এর পর পঞ্জাব ও হরিয়ানার একটি বিশাল অংশ জুড়ে তাণ্ডব শুরু করে দেয় ডেরা ভক্তরা। একথা মাথায় রেখে এবার জেলেই বসছে আদালত।

আরও পড়ুন-সীমান্তের স্থিতাবস্থা বদলাতে চাইছে চিন, আশঙ্কা সেনা প্রধানের

.