১৫ মাসে তিনটি আত্মহত্যা তিহারে
এই নিয়ে গত ১৫ মাসে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল দেশের হাই সিকিউরিটির তিহার জেলে। সোমবার সকালে দিল্লি গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত রাম সিংয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে জেল কর্তৃপক্ষ। তিহারে এখন মোট কয়েদির সংখ্যা ১২ হাজার। ফলে প্রশ্ন উঠেছে জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
Updated By: Mar 11, 2013, 06:10 PM IST