৯৪ বছর পরও জালিওয়ানওয়ালাবাগের ক্ষত এখনও গভীর
কেটে গিয়েছে ৯৪ বছর। জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ক্ষত এখনও গভীর। কিছু দিন আগেই জালিওয়ানওয়ালাবাগের এসে হত্যাকাণ্ডকে লজ্জাজনক বলে মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু তাতে আদৌ অমৃতসরবাসীর মনের ক্ষতে প্রলেপ পড়েনি। তাঁদের কাছে ব্রিটিশ প্রধামন্ত্রীর এই স্বীকারোক্তি নেহাতই একটি রাজনৈতিক চাল।
কেটে গিয়েছে ৯৪ বছর। জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ক্ষত এখনও গভীর। কিছু দিন আগেই জালিওয়ানওয়ালাবাগের এসে হত্যাকাণ্ডকে লজ্জাজনক বলে মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু তাতে আদৌ অমৃতসরবাসীর মনের ক্ষতে প্রলেপ পড়েনি। তাঁদের কাছে ব্রিটিশ প্রধামন্ত্রীর এই স্বীকারোক্তি নেহাতই একটি রাজনৈতিক চাল।
ডেভিড ক্যামেরনের এই মন্তব্য আদৌ কমাতে পারেনি অমৃতসরবাসীর ক্ষোভ। ক্যামেরনের এই মন্তব্য উল্টে আরও জ্বালা ধরিয়েছে। তবে এই মন্তব্যের মধ্যেই সান্তনা খুঁজেছেন কেউ কেউ।
আদৌ কি লজ্জিত আজকের ব্রিটিশ প্রধানমন্ত্রী?
তেমন হলে ১৯৪৯ সালের ১৩ই এপ্রিল যারা শহীদ হয়েছিলেন কেন তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন না কেন ক্যামেরন? সে প্রশ্ন তুলেছে অমৃতসরের আজকের প্রজন্ম। অমৃতসরবাসীর কাছে ক্যামেরনের এই মন্তব্য একটা রাজনৈতিক চাল ছাড়া কিছুই নয়।