বিজেপি-আরএসএসের উদ্দেশ্যই হল চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়া, সরব রাহুল গান্ধী

সংরক্ষণ নিয়ে সংসদ তোলপাড় হওয়ার পর সংবাদমাধ্যমে এনিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Updated By: Feb 10, 2020, 05:11 PM IST
বিজেপি-আরএসএসের উদ্দেশ্যই হল চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়া, সরব রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন: সংরক্ষণ নিয়ে সংসদ তোলপাড় হওয়ার পর সংবাদমাধ্যমে এনিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আরও পড়ুন-রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ রাজ্য সরকারের, মিলবে মোটা বেতন

সোমবার প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, বিজেপির পরিকল্পনাই হল সংরক্ষণ তুলে দেওয়া। সংরক্ষণের কথা শুনলেই ওর জ্বলে ওঠে। এটা ওদের ডিএনএ-তে। দেশের তপসিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়েপড়া শ্রেণির মানুষদের বলতে চাই মোদী ও মোহন ভাগবত চেষ্টা করলেও সংরক্ষণ তুলে দিতে পারবেন না।

উল্লেখ্য, শুক্রবার সুপ্রিম কোর্টে তার এক রায়ে জানিয়ে দেয়, চাকরি ও প্রমোশনে সংরক্ষণ কোনও মৌলিক অধিকার নয়।  দেশের কোনও আদালতই কোনও রাজ্য সরকারকে সংরক্ষণ দিতে বাধ্য করতে পারে না। সংরক্ষণ দেওয়া না দেওয়া রাজ্যের এক্তিয়ারে পড়ে। রাজ্য সরকার তখনই সংরক্ষণ দিতে পারে যখন তার মনে হয় রাজ্যের কোনও একটি জনগোষ্ঠীর চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব নেই। তবে এর জন্য উপযুক্ত তথ্য রাখতে হবে রাজ্য সরকারকে।

আরও পড়ুন-বাজেট বক্তৃতা লাইভ, আর রাজ্যপালের ভাষণে সেন্সরশিপ? ফের তোপ ধনখড়ের
এনিয়ে সোমবার উত্তপ্ত হয় সংসদ। সরকারের বিরুদ্ধে তপসিলি জাতি-উপজাতিদের বিরোধিতার অভিযোগ তোলে বিরোধীরা। গোলমালের মধ্যে ওয়াকআউটও করেন কংগ্রেস সাংসদরা। কংগ্রেস এনিয়ে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনে। লোকসভাতে মুলতুবি প্রস্তাব আনে বামেরা।

.