রিজার্ভ ব্যাঙ্কের দুই শীর্ষকর্তাকে গ্রেফতার করল সিবিআই!

সর্ষের মধ্যেই ভূত। ঘুরপথে কালো টাকা সাদা করার অভিযোগে সিবিআই জালে রিজার্ভ ব্যাঙ্কের দুই শীর্ষকর্তা। গোপন সূত্রে খবর পেয়ে আজ বেঙ্গালুরুর আরবিআই দফতরের দুই শীর্ষকর্তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগেও একই অভিযোগে রিজার্ভ ব্যাঙ্কের এক কর্মীকে গ্রেফতার করা হয়। বেঙ্গালুরু শাখার এক সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও ক্যাশ ডিপার্টমেন্টের এক স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, কোটি কোটি কালো টাকা ঘুরপথে সাদা করে দিচ্ছেন এই অফিসাররা। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যাঙ্কে লাইন দিয়ে মিলছে না টাকা। বন্ধ অধিকাংশ এটিএম। কিছু ২০০০-এর নোট হয়ত মিলছে, কিন্তু নতুন ৫০০ বা ১০০ টাকার নোটের আকাল অব্যাহত। সংকট মুহূর্তে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁরাই নেমেছেন মানুষের কষ্ট বাড়াতে।

Updated By: Dec 17, 2016, 07:52 PM IST
রিজার্ভ ব্যাঙ্কের দুই শীর্ষকর্তাকে গ্রেফতার করল সিবিআই!

ওয়েব ডেস্ক: সর্ষের মধ্যেই ভূত। ঘুরপথে কালো টাকা সাদা করার অভিযোগে সিবিআই জালে রিজার্ভ ব্যাঙ্কের দুই শীর্ষকর্তা। গোপন সূত্রে খবর পেয়ে আজ বেঙ্গালুরুর আরবিআই দফতরের দুই শীর্ষকর্তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগেও একই অভিযোগে রিজার্ভ ব্যাঙ্কের এক কর্মীকে গ্রেফতার করা হয়। বেঙ্গালুরু শাখার এক সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও ক্যাশ ডিপার্টমেন্টের এক স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, কোটি কোটি কালো টাকা ঘুরপথে সাদা করে দিচ্ছেন এই অফিসাররা। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যাঙ্কে লাইন দিয়ে মিলছে না টাকা। বন্ধ অধিকাংশ এটিএম। কিছু ২০০০-এর নোট হয়ত মিলছে, কিন্তু নতুন ৫০০ বা ১০০ টাকার নোটের আকাল অব্যাহত। সংকট মুহূর্তে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁরাই নেমেছেন মানুষের কষ্ট বাড়াতে।

আরও পড়ুন আজ স্যালুট যুবরাজকে নয়, তাঁর বাবা যোগরাজকে

আরও পড়ুন সুস্বাদু খাবার খেলে কি ওজন বাড়ে?

.