Covid in India: ফের কোভিড আতঙ্ক! রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ কেন্দ্রের...

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন! এর জেরে চিকিৎসাধীন করোনারোগীর সংখ্যাও বাড়ল। কোভিডে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি মৃত্যুই কেরালায়। কেরালাতেই কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ (JN.1) শনাক্ত হয়েছে। অন্য মৃত্যুটি ঘটেছে উত্তর প্রদেশে।

Updated By: Dec 18, 2023, 10:00 PM IST
Covid in India: ফের কোভিড আতঙ্ক! রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ কেন্দ্রের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কোভিডের আতঙ্ক! রাজ্য়গুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কীভাবে? নির্দেশিকায় উল্লেখ,  জেলা জেলায়  RTPCR টেস্টের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি রাখতে হবে। জিনোম সিকোয়েন্সিংয়ের নমুনা পাঠাতে হবে নিয়মিত। সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে মক ড্রিল।

আরও পড়ুন:  ED summons Kejriwal: নভেম্বরের পর ফের তলব, অরবিন্দ কেজরিওয়ালকে নোটিস ইডির

কোভিড আক্রান্তের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই! ফের আতঙ্ক জাগিয়ে কোভিড তার ধ্বংসলীলা শুরুর একেবারে প্রথম ধাপে কি, এমনটাই সংশ্লিষ্ট মহল মনে করছে। এরকম মনে হচ্ছে, কারণ, কোভিডে সংক্রমণ যে শুধু লাফিয়ে-লাফিয়ে বাড়ছে, তাই নয়, ঘটছে কোভিডমৃত্যুও। কেরলেই এখনও পর্যন্ত ১ জন মারা গিয়েছেন। তবে, শুধু ভারতে নয়, সারা বিশ্বের বহু জায়গাতেই ফিরছে মাস্ক পরার দিন। সিঙ্গাপুরে কোভিড -১৯ সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

দেশের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, কোভিড-১৯-য়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৩১৭ জন! এদেশে কেস ফ্যাটালিটি রেট হল ১.১৯ শতাংশ। করোনা থেকে মুক্ত হয়েছেন অন্তত সাড়ে চার কোটি মানুষ! এখনও পর্যন্ত ২২০ কোটি কোভিড ডোজ দেওয়া সম্ভব হয়েছে। এই বার কেরালাতেই প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়েছে।

আসরে এবার সব চেয়ে আতঙ্ক-ছড়ানো ভ্যারিয়েন্ট হয়ে দাঁড়িয়েছে 'পিরোলা' ওরফে 'বিএ.২.৮৬' (BA.2.86 or Pirola)। দেখা গিয়েছে, শীত পড়তেই এ বছর বেড়ছে করোনার দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন! এর জেরে চিকিৎসাধীন করোনারোগীর সংখ্যাও বাড়ল। কোভিডে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি মৃত্যুই কেরালায়। কেরালাতেই কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ (JN.1) শনাক্ত হয়েছে। অন্য মৃত্যুটি ঘটেছে উত্তর প্রদেশে। 

আরও পড়ুন:  Mamata Banerjee: অভিষেক-সহ ১০ সাংসদকে নিয়ে বকেয়া আদায়ে মোদীর দরবারে মমতা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.