সংস্কারের আঁচে উত্থান শেয়ার বাজারে
দ্বিতীয় দফার সংস্কারের আঁচ পেয়ে চাঙ্গা হয়ে উঠল মুম্বাই শেয়ার বাজার। প্রায় ১৫ মাস পড়ে শেয়ার সূচক ১৯,০০০-র সীমারেখা ছাপিয়ে গেল। বৃহস্পতিবার ১৭২.২১ পয়েন্ট এগিয়ে ১৯৪২ পয়েন্টে খোলে শেয়ার বাজার। জাতীয় স্টক এক্সচেঞ্জ ইনডেক্স নিফটি পৌঁছে যায় ৫৭৮১ পয়েন্টে।
দ্বিতীয় দফার সংস্কারের আঁচ পেয়ে চাঙ্গা হয়ে উঠল মুম্বাই শেয়ার বাজার। প্রায় ১৫ মাস পড়ে শেয়ার সূচক ১৯,০০০-র সীমারেখা ছাপিয়ে গেল। বৃহস্পতিবার ১৭২.২১ পয়েন্ট এগিয়ে ১৯৪২ পয়েন্টে খোলে শেয়ার বাজার। জাতীয় স্টক এক্সচেঞ্জ ইনডেক্স নিফটি পৌঁছে যায় ৫৭৮১ পয়েন্টে।
আজ মন্ত্রীসভার বৈঠকে বিমা, পেনশনের মত ক্ষেত্র গুলিতে আরও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। আর্থিক সংস্কারের এই নতুন `জোয়ারে` বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার তোড়জোড় পড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এর সঙ্গেই বেড়েছে টাকার দামও।