রোহিঙ্গারা বেআইনি অনুপ্রবেশকারী, উদ্বাস্তু নন : রাজনাথ সিং

Updated By: Sep 21, 2017, 01:31 PM IST
রোহিঙ্গারা বেআইনি অনুপ্রবেশকারী, উদ্বাস্তু নন : রাজনাথ সিং

ওয়েব ডেস্ক : "রোহিঙ্গারা বেআইনি অনুপ্রবেশকারী। তাদেরকে উদ্বাস্তু ভেবে ভুল করবেন না।" বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, "রোহিঙ্গারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। তারা উদ্বাস্তু নয়। তারা আশ্রয়ও চায়নি। রোহিঙ্গাদের এভাবে ভারতে অনুপ্রবেশের ফলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।" তিনি আরও বলেন, ভারতের রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্তও যুক্তিসঙ্গত। কারণ মায়ানমার প্রধান সু কি-ও চান তাঁর দেশের বাসিন্দারা তাঁর দেশেই ফিরে আসুক। প্রসঙ্গত রোহিঙ্গাদের সঙ্গে বেশকিছু ক্ষেত্রে জঙ্গিযোগের প্রমাণ মিলেছে। এই মর্মে ইতিমধ্যেই সু্প্রিমকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র।

মায়ানমারে রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। অভিযোগ, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর নির্মম হত্যালীলা চালাচ্ছে মায়ানমার সেনা। প্রাণভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গারা। ইতিমধ্যেই ৪ লাখ রোহিঙ্গা দেশ ছেড়েছেন। রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই একে গণহত্যা বলে বর্ণনা করেছে। মায়ানমারকেও কড়া ভাষায় সমালোচনা করেছে রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন, বলিহারি 'ফলাহারি'! আশ্রমে যুবতীকে ধর্ষণে অভিযুক্ত আরেক 'বাবা'

.