তেল, গ্যাস ভারতে পাঠাতে রাজি ইরান: রৌহানি
৩ দিনের ভারত সফরে এলেন ইরানের প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে আগ্রহী ইরান।
নিজস্ব প্রতিবেদন: ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে আগ্রহী ইরান। ভারত সফরে এসে সে কথা স্পষ্ট করলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। ইরানের প্রাকৃতিক সম্পদ ভারতে অবাধ রফতানিতে সম্মতি দিয়েছেন তিনি।
৩ দিনের ভারত সফরে এসেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। রৌহানিকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন মোদী-রৌহানি।
#Delhi: Iran President Hassan Rouhani meets President Ramnath Kovind and PM Modi at Rashtrapati Bhawan. pic.twitter.com/5pXZWUPcev
— ANI (@ANI) February 17, 2018
তার আগে হায়দরাবাদে মক্কা মসজিদে মুসলিমদের সভায় রৌহানি বলেন, তেল, প্রাকৃতিক গ্যাস এবং সম্পদ ভারতে রফতানি করতে রাজি ইরান। ভারতকে চাবাহার বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে রৌহানির দেশ। সে প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান ও মধ্য এশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে চাবাহার।
আরও পড়ুন- পিএনবি দুর্নীতিকাণ্ডে শুরু ধরপাকড়, গ্রেফতার প্রাক্তন ডেপুটি ম্যানেজার-সহ ৩