নরেন্দ্রর জন্মদিনেই প্রধানমন্ত্রী মোদীতে পার্টির সিলমোহর!

নরেন্দ্র মোদীকে জন্মদিনের উপহার দিতে চলেছে বিজেপির। ২০১৪-র লোকসভা নির্বাচনের জন্য মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করার সময় চূড়ান্ত করল ভারতীয় জনতা পার্টি। ১৭ সেপ্টেম্বরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর নাম ঘোষণা করতে পারে দল। সেই দিনই মোদীর জন্মদিন।

Updated By: Sep 9, 2013, 02:37 PM IST

নরেন্দ্র মোদীকে জন্মদিনের উপহার দিতে চলেছে বিজেপির। ২০১৪-র লোকসভা নির্বাচনের জন্য মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করার সময় চূড়ান্ত করল ভারতীয় জনতা পার্টি। ১৭ সেপ্টেম্বরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর নাম ঘোষণা করতে পারে দল। সেই দিনই মোদীর জন্মদিন।
লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আরএসএস-বিজেপি দু`দিনের ম্যারাথন বৈঠকের শেষে এমনই ইঙ্গিত দিয়েছে দলের একাংশ। মোদীর প্রধানমন্ত্রীত্বে আপত্তি নেই সংঘের। মোহনভাগবতের সবুজ সংকেত পাওয়ার পর মোদী ভাগ্য এখন রাজনাথের হাতে। এখন বিজেপি প্রধান চাইলেই মোদীকে প্রার্থী ঘোষণা করতে পারেন। কিন্তু বাধা নিয়মই। লৌহপুরুষ ও সুষমা স্বরাজের বরফের গলানোই এখন লাখ টাকার বাজি রাজনাথের কাছে।
দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ পাঁচ রাজ্যে নভেম্বরে ভোট। নির্বাচনের দায়িত্ব মোদীর হাতে দিলে কংগ্রেসের শক্তি বাড়বে বলে মনে করেন আদবানী, স্বরাজরা। কিন্তু দেশের মানুষের মোদী উন্মাদোনাকে অস্বীকার করাও তাঁদের পক্ষে অসম্ভব। আখেরে মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী মেনে নিতে দুই প্রথম সারির নেতার যে অসুবিধা হবে না বলেই মনে করেছে রাজনৈতিক মহল।

.