সংগঠনে মহিলাদের নেওয়ার কথা উড়িয়ে দিল আরএসএস

Updated By: Oct 12, 2017, 02:34 PM IST
সংগঠনে মহিলাদের নেওয়ার কথা উড়িয়ে দিল আরএসএস

নিজস্ব প্রতিবেদন: মহিলাদের ‘শাখা’-য় নিয়োগের খবর উড়িয়ে দিল আরএসএস। এবার মহিলাদেরও শাখায় নিয়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, দিন কয়েক ধরেই এমন খবর ঘুরপাক খাচ্ছিল ‌সংবাদমাধ্যমে। সেই খবরকে গুজব বলেইে উড়িয়ে দিয়েছে সংঘ।

আরও পড়ুন-আরুষি হত্যা মামলায় আজ তলোয়ার দম্পতির ভাগ্য নির্ধারণ

প্রসঙ্গত, আরএসএসের সংগঠনে মহিলাদের ‌যোগদানের সু‌যোগ নেই। সংগঠনের পক্ষে টুইটে জানানো হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে ওই খবর প্রচার কর হচ্ছে। সমাজে বিভিন্ন ‘শাখা’-র মাধ্যমে আরএসএস কাজ করে। এখানে কেবলমাত্র পুরুষদেরই নিয়োগ করা হয়। তারাই তাদের পরিবারের মাহিলা সাহায্যে সংগঠনের কাজ করেন।

আরএসএসের পক্ষে আরও জানানো হয়েছে, ‘রাষ্ট্র সেবিকা সমিতি’ নামে সংগঠনের একটি শাখা সংগঠন মহিলাদের মধ্যে কাজ করে। আরএসএসের সব অনুষ্ঠানেই মহিলার অংশ নিতে পারেন। সেক্ষেত্রে যদিও কোনও বিধিনিষেধ নেই। 

আরও পড়ুন-গুজরাতবাসীকে এবার চাঁদে জমি দেবেন মোদী, কটাক্ষ রাহুলের

.