BJP শাসিত রাজ্যে মহিলারা নিরাপদ নন, আগরতলায় আমারও অভিজ্ঞতা হল: Saayoni

এ দিন সায়নীকে জামিন দিয়েছে আগরতলা আদালত।

Updated By: Nov 22, 2021, 08:08 PM IST
BJP শাসিত রাজ্যে মহিলারা নিরাপদ নন, আগরতলায় আমারও অভিজ্ঞতা হল: Saayoni

নিজস্ব প্রতিবেদন: বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। জামিন পাওয়ার পর একথাই জানালেন সায়নী ঘোষ। তৃণমূলের যুবনেত্রীর প্রতিক্রিয়া,''আদালতকে ধন্যবাদ। সুবিচার পেলাম। মানুষ দেখছে। মানুষ বিচার করবে। ভিত্তিহীন অভিযোগ বলেই আদালত জামিন দিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় দু'বার হামলা হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আগরতলার মানুষের কাছে আবেদন করব, উপরে বসে একজন বিচার করছেন। এখানে আপনারা করবেন।'' 

বিজেপি শাসিত রাজ্যে মহিলারা নিরাপদ নন বলেও দাবি করেন সায়নী। তাঁর কথায়,''রাতের হামলা এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে ওরা আমায় সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পুলিস, আধা সামরিক বাহিনী আমার মুখ ঢেকে নিয়ে অন্য থানায় নিয়ে গিয়েছে। বোঝা যাচ্ছিল, আমাকে টার্গেট করা হয়েছে। বিজেপি শাসিক রাজ্যে মহিলারা নিরাপদ নন। আগরতলায় আমারও অভিজ্ঞতা হয়ে গেল।'' 

এক ইঞ্চিও জমি তৃণমূল ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন তৃণমূলের যুবনেত্রী। তিনি জানান,''অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। দিদির সঙ্গে কথা হয়েছিল গতকাল। ওঁরাই এগিয়ে যাওয়ার পাথেয়।''

এ দিন সায়নীকে জামিন দিয়েছে আগরতলা আদালত। তাঁকে দু'দিনের হেফাজতের চেয়েছিল ত্রিপুরা পুলিস। সেই আবেদন খারিজ করে দেয় আদালত।   

আরও পড়ুন- Tripura পুলিসের আবেদনে সাড়া দিল না আদালত, জামিন পেলেন Saayoni Ghosh

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  
 

.