স্বাধীনতা দিবসে 'স্পেশাল চাইল্ড'দের সঙ্গে ক্রিকেটে মাতলেন সচিন
স্বাধীনতা দিবসের দিনটা একটু অন্যভাবে কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর। বাচ্চাদের সঙ্গে দিনটা কাটালেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। মেক এ উইশ বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললেন সচিন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাচ্চাদের জন্য কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। বাচ্চাদের সঙ্গে দিনটা কাটিয়ে তিনি উচ্ছ্বসিত বলে টুইট করেছেন সচিন।
ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনটা একটু অন্যভাবে কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর। বাচ্চাদের সঙ্গে দিনটা কাটালেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। মেক এ উইশ বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললেন সচিন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাচ্চাদের জন্য কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। বাচ্চাদের সঙ্গে দিনটা কাটিয়ে তিনি উচ্ছ্বসিত বলে টুইট করেছেন সচিন।
Picking up a bat for these children was special! (3/3) pic.twitter.com/WMrL8X6RVy
— sachin tendulkar (@sachin_rt) August 15, 2015
টুইতে সচিন লেখেন, "ওদের মধ্যে অনেক ইতিবাচক আশা রয়েছে। বিকেলটা ক্রিকেট খেলে ও ওদের সঙ্গে কাটিয়ে ভাল লাগছে।"
They have great hope and positivity. Enjoyed the evening chatting and playing cricket (2/3) pic.twitter.com/uNpuguW6dS
— sachin tendulkar (@sachin_rt) August 15, 2015
অন্যদিকে শ্রীলঙ্কার গলে স্বাধীনতা দিবস পালন করল ভারতীয় ক্রিকেট টিম। দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ডিরেকর্টর রবি শাস্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন।