প্রথা ভেঙে ছাত্রীদেরও ভর্তি নেওয়া শুরু করল সৈনিক স্কুল

ঐতিহ্যের বিপরীতে হাঁটতে শুরু করল সৈনিক স্কুল। কেন্দ্র পরিচালিত দেশের সৈনিক স্কুলগুলিতে এতদিন শুধু ছেলেরাই ভর্তি হতে পারতো। এবার স্কুলের দরজা মেয়েদের জন্যও খুলে দেওয়া হল।

Updated By: Apr 23, 2018, 04:58 PM IST
প্রথা ভেঙে ছাত্রীদেরও ভর্তি নেওয়া শুরু করল সৈনিক স্কুল

নিজস্ব প্রতিবেদন: ঐতিহ্যের বিপরীতে হাঁটতে শুরু করল সৈনিক স্কুল। কেন্দ্র পরিচালিত দেশের সৈনিক স্কুলগুলিতে এতদিন শুধু ছেলেরাই ভর্তি হতে পারতো। এবার স্কুলের দরজা মেয়েদের জন্যও খুলে দেওয়া হল।

উত্তরপ্রদেশের লখনউয়ের ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে সৈনিক স্কুলে এবার নবম শ্রেণিতে ভর্তি নেওয়া হল ১৫ ছাত্রীকে। ভর্তির প্রতি‌যোগিতায় ছিল ২৫০০ ছাত্রী। স্কুলের রেজিস্ট্রার কর্ণেল উদয়প্রতাপ সিং জানিয়েছেন, ‘২৫০০ ছাত্রী পরীক্ষায় বসেছিল। ১৫ জনকে নেওয়া হয়েছে। এরা এবার ক্লাস নাইনে ভর্তি হবে। চিকিৎসক, শিক্ষক, পুলিস অফিসাররা তাঁদের মেয়েদের ভর্তি করেছেন।’

আরও পড়ুন-মামলা পিছু ছাড়ছে না পঞ্চায়েত ভোটের!

সৈনিক স্কুলে কেমন হবে ছাত্রীদের জীবন? 
স্কুলের প্রিন্সিপ্যাল কর্ণেল অমিত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘ছাত্রীদের বেশ কড়া অনুশাসনের মধ্যে দিয়েই যেতে হবে। সকাল ৬টায় যোগ দিতে হবে পিটি ক্লাসে, ৮.১৫-তে প্রার্থণা। এরপর ছাত্রীরা হোস্টেলে ফিরবে। সামান্য বিশ্রাম নিয়ে শুরু হবে খেলাধুলা। তার পর পড়াশোনা।’

কর্ণেল চট্টোপাধ্যায় আরও বলেন, ‘এবার যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে অবশ্য উৎসাহ প্রবল। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো না থাকার কারণে আপাতত ১৫ জনকে দিয়েই শুরু করা হচ্ছে। তবে দেশের অন্যান্য স্কুলগুলিও ভবিষ্যতে মেয়েদের ভর্তি নেবে।’

আরও পড়ুন-শাঁখা-সিঁদুর পরে অন্য পুরুষের পাশে হবু স্ত্রী! ফেসবুকে ছবি দেখেই বিয়ে বাতিল

উল্লেখ্য, গত ৫৭ বছরে দেশের ২৭টি সৈনিক স্কুল মোট ১ হাজার সেনা অফিসার তৈরি করেছে। এঁদের মধ্যে রয়েছেন কারগিল যুদ্ধে শহিদ পরমবীর চক্র মনোজ পান্ডে। কর্ণেল মনোজ পান্ডের নামেই লখনউয়ের সৈনিক স্কুলের নামকরণ করা হয়েছে।

.