ভারত-পাক উত্তেজনার মধ্য বাতিল হল সমঝোতা এক্সপ্রেসের যাত্রা
২০০১ সালের ডিসেম্বরে সংসদে জঙ্গি হামলার পর প্রথমবার সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার পরই আশঙ্কা একটা ছিল। এবার তা সত্যি হল। বাতিল হল সমঝোতা এক্সপ্রেসের যাত্রা।
রেল সূত্র জানা গিয়েছে ভারত থেকে দিল্লি-আটারি পর্যন্ত সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। কবে তা ফের চালু হবে তা এখনও ঠিক হয়নি। এর কারণ যাত্রী সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে।
আরও পড়ুন-ভারতের আকাশে ফের ঢোকার চেষ্টা দুটি পাকিস্তানি যুদ্ধবিমানের
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের সিআরপিএফের কনভয়ে হামলার গত বুধবার পাকিস্তান লাহোর থেকে আটারি পর্যন্ত রেল সার্ভিস বাতিল করে। বৃহস্পতিবার লাহোর থেকে ১৬ জন যাত্রীর ভারতে আসার কথা ছিল। পাক সংবাদমাধ্যমের খবর ওইসব যাত্রী লাহোর স্টেশনেই আটকে রয়েছেন। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে কোন যাত্রী আসছেন না। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়। আশাকরি এই উত্তেজনা কমার পর ফের তা চালু হবে।
আরও পড়ুন-ভিডিয়ো: পাইলট প্রজেক্টে প্রশিক্ষণ সেরেছি, এখনও আসল কাজ বাকি, হুঙ্কার নরেন্দ্র মোদীর
উল্লেখ্য, ২০০১ সালের ডিসেম্বরে সংসদে জঙ্গি হামলার পর প্রথমবার সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। ফের তা চালু হয় ২০০৪ সালের জানুয়ারি মাসে। ২০০৭ সালে হরিয়ানায় সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটে। তখন ফের বন্ধ হয় সমঝোতা এক্সপ্রেস। এবার তা আবার বাতিল হল।