Loksabha Election 2024: এবারও কি মোদী সরকার? ফল ঘোষণার আগেই `রেজাল্ট আউট` সাট্টা বাজারে!
৬ দফার ভোট শেষ। আগামি শনিবার সপ্তম তথা শেষ দফা। বাংলায় সেদিন ভোটগ্রহণ কলকাতা-সহ দুই ২৪ পরগনার ৯ আসনে। এরপর ৪ জুন যখন ফল ঘোষণা হবে, তখনই জানা যাবে. দিল্লির মসনদে কে বসতে চলেছে? আরও ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবেই মোদী, নাকি সরকার চালাবে বিরোধীদের ইন্ডিয়া জোট?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটে বাকি আর ১ দফা। দিল্লিতে কি এবারও মোদী সরকার? সম্ভাবনা কম। দেশের কুখ্যাত সাট্টা বাজারের আনুমানিক ফলে মিলল পালাবদলের ইঙ্গিত!
৬ দফার ভোট শেষ। আগামি শনিবার সপ্তম তথা শেষ দফা। বাংলায় সেদিন ভোটগ্রহণ কলকাতা-সহ দুই ২৪ পরগনার ৯ আসনে। এরপর ৪ জুন যখন ফল ঘোষণা হবে, তখনই জানা যাবে. দিল্লির মসনদে কে বসতে চলেছে? আরও ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবেই মোদী, নাকি সরকার চালাবে বিরোধীদের ইন্ডিয়া জোট?
এদিকে ৬ দফায় ভোটে ট্রেন্ডে দেখে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখছে সাট্টা বাজার। আর NDA? সংখ্য়াগরিষ্ঠতা পাবে না বিজেপির নেতৃত্বাধীন জোট। তবে বিষয়টা সম্পূর্ণ অনুমান ভিত্তিক। বাস্তব ফলাফলের সঙ্গে এর পার্থক্য় হতে পারে।
লোকসভা ভোটের সম্ভাব্য ফল
---
ফালোদি সাট্টা বাজার
---
কংগ্রেস- ১১৭
ইন্ডিয়া জোট- ২৪৬
বিজেপি-২০৯
এনডিএ-২৫৩
---
পালানপুর সাট্টা বাজার
---
কংগ্রেস-১১২
ইন্ডিয়া জোট- ২২৫
বিজেপি-২১৬
এনডিএ-২৪৭
--
কার্নাল সাট্টা বাজার
---
কংগ্রেস- ১০৮
ইন্ডিয়া জোট- ২৩১
বিজেপি-২৩৫
এনডিএ-২৬৩
----
ভোহরি সাট্টা বাজার
---
কংগ্রেস- ১১৫
ইন্ডিয়া জোট- ২১২
বিজেপি-২২৭
এনডিএ-২৫৫
---
বেলগাম সাট্টা বাজার
---
কংগ্রেস-১২০
ইন্ডিয়া জোট- ২৩০
বিজেপি-২২৩
এনডিএ-২৬৫
---
কলকাতা সাট্টা বাজার
---
কংগ্রেস- ১২৮
ইন্ডিয়া জোট- ২২৮
বিজেপি-২১৮
এনডিএ-২৬১
---
বিজয়ওয়াড়া সাট্টা বাজার
--
কংগ্রেস- ১২১
ইন্ডিয়া জোট- ২৩৭
বিজেপি-২২৪
এনডিএ-২৫১
---
ইন্ডোর সারাফা
---
কংগ্রেস- ৯৪
ইন্ডিয়া জোট- ১৮০
বিজেপি-২৬০
এনডিএ-২৮৩
--
আহমেদাবাদ চোখা বার
----
কংগ্রেস- ১০৪
ইন্ডিয়া জোট- ১৯৩
বিজেপি-২৪১
এনডিএ-২৭০
--
সুরাত মাঘহোবী
---
কংগ্রেস- ৯৬
ইন্ডিয়া জোট- ১৮৬
বিজেপি-২৪৭
এনডিএ-২৮২
---
ওপিয়ন পোল অবশ্য অন্য় কথা বলছে। দেশে কার্যত সমস্ত ওপিয়িন পোলে বিজেপি সংখ্যাগরিষ্ঠা পাওয়া অনুমান করা হয়েছে। বাস্তবে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা কিন্তু স্পষ্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানে