Karan Bhushan Singh: মর্মান্তিক মৃত্যু! পিষে দিয়ে গেল বিজেপি নেতার কনভয়ের গাড়ি! শেষ দফার ভোটের আগে এ কী?

Brij Bhushan Sharan Singh's Son's Convoy Kills Two Kids: কৈসরগঞ্জের বর্তমান সাংসদকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্রিজভূষণ শরণ সিংহ। এহেন বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের ছেলে করণভূষণ সিংকে এবার এই আসনে প্রার্থী করেছে বিজেপি।

Updated By: May 29, 2024, 01:49 PM IST
Karan Bhushan Singh: মর্মান্তিক মৃত্যু! পিষে দিয়ে গেল বিজেপি নেতার কনভয়ের গাড়ি! শেষ দফার ভোটের আগে এ কী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ দফার ভোটের আগে ঘোর ছন্দপতন বিজেপি শিবিরে। আগামী ১ জুন শনিবার সপ্তম দফার লোকসভা ভোট। কিন্তু তার আগেই উত্তর প্রদেশে ঘোর ছন্দপতন। বিজেপি নেতার গাড়ি পিষে দিল দুই শিশুকে, আহত একজন।

আরও পড়ুন: ২ সন্তানের বাবা 'বিবাহিত' শিক্ষকের সঙ্গে 'ঘনিষ্ঠতা'? চিকিৎসক হতে চাওয়া যুবতীর চরম পরিণতি...

এবার বিতর্কে ব্রিজভূষণ শরণ সিংয়ে ছেলে করণভূষণ সিং। কৈসরগঞ্জের বিজেপিপ্রার্থী করণভূষণ সিং। সেই করণের কনভয়ে থাকা পুলিসের গাড়ি পিষে দিল বাইক আরোহী দুই যুবক-সহ এক মহিলাকে।

আজ, মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের গোন্ডার ঘটনা। বিজেপিপ্রার্থীর কনভয়ে থাকা পুলিসের গাড়ি প্রথমে একটি বাইকে ধাক্কা মারে এবং পিষে দেয় দুই যুবককে। তার পরে একটি বাড়ির সামনে বসে থাকা মহিলাকেও পিষে দেয় বিজেপি নেতার কনভয়ে থাকা পুলিসের ওই গাড়িটি। কৈসরগঞ্জের বর্তমান সাংসদকে নিয়ে বিতর্কের শেষ নেই। কৈসরগঞ্জের বর্তমান সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। তিনি এমনিতেই বিতর্কিত। এহেন বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের ছেলে করণভূষণ সিংকে এবার প্রার্থী করেছে বিজেপি। পারিবারিক ঐতিহ্য বজায় রেখেই কি ফের বাবার মতো বিকর্কে জড়ালেন করণ? সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের বিদ্রুপপূর্ণ ইঙ্গিত সেদিকেই।

 

আরও পড়ুন: Tarapith: গল্প হলেও সত্যি! সাধুর লাথি খেতে তারাপীঠে দলে-দলে ভিড় জমাচ্ছেন ভক্তেরা...

ঘটনার পরে উত্তর প্রদেশের পাশাপাশি গোটা দেশের সংবাদমাধ্যম জুড়ে সাড়া পড়ে গিয়েছে। কেউই স্পষ্ট বলতে পারছে না, ঠিক কী ঘটেছে। এমনকী বিভিন্ন মাধ্যম বিভিন্ন রকম তথ্যও দিচ্ছে। কোনও কোনও সংবাদসংস্থা বলছে, তিন শিশুকে পিষে দিয়ে গিয়েছে করণের কনভয়। কেউ কেউ বলছে, দুই যুবককে পিষে দিয়েছে কনভয়ের গাড়ি আর এর জেরে আহত হয়েছেন এক মহিলা। আহতের সংখ্যা নিয়েও সংশয় আছে। কেউ বলছে, আহতের সংখ্যা আরও বেশি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.