ভারতের ডাক টিকিটে স্থান পেল হায়দরাবাদী বিরিয়ানি থেকে তিরুপতির লাড্ডু

Updated By: Nov 5, 2017, 05:33 PM IST
ভারতের ডাক টিকিটে স্থান পেল হায়দরাবাদী বিরিয়ানি থেকে তিরুপতির লাড্ডু

নিজস্ব প্রতিনিধি : খুব ইচ্ছে একবার তিরুপতির লাড্ডু চেখে দেখবেন? বা হায়দরাবাদী বিরিয়ানি খাবেন? কিন্তু কোনভাবেই সেটা সম্ভব হয়ে উঠছে না? এবার অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন। ভারতীয় ডাক বিভাগের নয়া উদ্যোগে এবার হায়দরাবাদী বিরিয়ানি, তিরুপতির লাড্ডু বা ইডলি-দোসা স্থান পেল ডাক টিকিটে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সেই ডাকটিকিট।

আরও পড়ুন- নতুন ৫০ টাকার নোট চিনতেই পারছেন না দৃষ্টিহীনরা!

ভারতের ২৪টি খাবারের ছবি সহ এই নতুন ডাক টিকিট প্রকাশ করেছে ডাক বিভাগ। এখন থেকে মাস দুই পর ভারতে কুতুবশাহী রাজত্ব স্থাপন ও হায়দরাবাদের গোলকুণ্ডা ফোর্ট তৈরির ৫০০ বছর পূর্তি। আর সেই উপলক্ষেই বেশকিছু হায়দরাবাদী খাবার স্থান পেয়েছে এই নয়া ডাক টিকিটে। সেই সঙ্গে রয়েছে আরও কিছু খাবারের ছবি। এই এক্সক্লুসিভ স্ট্যাম্পগুলির ইতিমধ্যেই আত্মপ্রকাশ ঘটেছে।

.