গ্রাকদের ‘চাপে রেখে’ কীভাবে নিজের লাভের অঙ্ক বাড়াচ্ছে এসবিআই? সামনে এল বিস্ফোরক পরিসংখ্যান

ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানার সিদ্ধান্তে এসবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রাহকরা। গত সেপ্টেম্বরে এই নিয়ে নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরই বিবৃতি দিয়ে জানানো হয়, ব্যাঙ্ক গ্রাহকদের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। 'ফিডব্যাক'  নেওয়া হয় গ্রাহকদের।

Updated By: Jan 3, 2018, 05:22 PM IST
গ্রাকদের ‘চাপে রেখে’ কীভাবে নিজের লাভের অঙ্ক বাড়াচ্ছে এসবিআই? সামনে এল বিস্ফোরক পরিসংখ্যান
ওয়েবডেস্ক:  সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা দিতে হবে গ্রাহককে। শহরাঞ্চলের গ্রাহকদের জন্য ৩০০০ টাকা ও গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য  ১০০০টাকা ন্যূনতম ব্যালেন্স ঠিক করে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। কিন্তু আপনি জানেন কি, এইভাবে এসবিআই গত সাত মাসে কত টাকা লাভ করেছে? এবার প্রকাশ্যে এল সেই তথ্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান বলছে,  ২০১৭-র এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত  সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না রাখার জন্য জরিমানা বাবদ ১,৭৭১ কোটি টাকা রোজগার করেছে এসবিআই। আর সেপ্টেম্বর ত্রৈমাসিকে এসবিআই-এর নেট লাভ হয়েছে ১,৫৮১ কোটি টাকা। অর্থাত্ পরিসংখ্যান দেখে বোঝাই যাচ্ছে, গ্রাহকদের কাছ থেকে জরিমানা বাবদ কতটা লাভ করেছে এসবিআই।
ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানার সিদ্ধান্তে এসবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রাহকরা। গত সেপ্টেম্বরে এই নিয়ে নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরই বিবৃতি দিয়ে জানানো হয়, ব্যাঙ্ক গ্রাহকদের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। 'ফিডব্যাক'  নেওয়া হয় গ্রাহকদের।
আরও পড়ুন: উড়ানের সময় রানওয়ে থেকে ছিটকে গেল নৌসেনার ‌যুদ্ধবিমান
গ্রাহকদের কাছ থেকে জরিমানা নিয়ে গত সাত মাসে সবচেয়ে বেশি লাভ করেছে এসবিআই। সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এই জরিমানা বাবদ গত সাত মাসে ৯৭.৩৪ কোটি টাকা লাভ করেছে। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লাভের অঙ্কের পরিমাণও এসবিআই-এর তুলনায় অনেক কম।
পরিসংখ্যান প্রকাশের পর এসবিআই-এর তরফে বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, স্মল অ্যাকাউন্ট, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট, নাবালক ও সমস্ত সমাজকল্যাণমূলক প্রকল্পের অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ন্যূনতম ব্যালান্স না রাখলে জরিমানা ধার্য করা হয়নি।’
.