অ্যাম্বুলেন্সের ভাড়া বেধে দিতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

 প্রতিটি জেলায় কোভিড রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, যাতে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্স থাকে, তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে হবে।

Reported By: জ্যোতির্ময় কর্মকার | Updated By: Sep 11, 2020, 05:40 PM IST
অ্যাম্বুলেন্সের ভাড়া বেধে দিতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : অ্যাম্বুলেনন্সের ভাড়া গুনতে গিয়ে হিমশিম রোগীর পরিবার। অঙ্কটা কোথাও লাখও ছুঁয়েছে। এই পরিস্থিতিতে রোগীর পরিবারের অ্যাম্বুলেন্স হয়রানি কমাতে রাজ্য সরকারগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সমস্ত রাজ্য সরকারকে অ্যাম্বুল্যান্সের ভাড়া নির্দিষ্ট করে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ।

এদিন শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলে, বিভিন্ন রাজ্যগুলো যেভাবে অ্যাম্বুলেন্সের জন্য টাকা নিচ্ছে, সেটা হওয়া উচিত নয়। তাই রাজ্য সরকারগুলিকে অ্যাম্বুলেন্সের ভাড়া বেধে দিতে হবে। পাশাপাশি সব জায়গায় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স যাতে থাকে, তা নির্দিষ্ট করতে হবে। শীর্ষ আদালত আরও বলে, প্রতিটি জেলায় কোভিড রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, যাতে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্স থাকে, তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে হবে।

এদিন সুপ্রিম কোর্ট বেশ কড়া ভাষায় রাজ্যগুলিকে করোনা সম্পর্কিত কেন্দ্রের সমস্ত গাইডলাইন মেনে চলার কথা বলে। প্রসঙ্গত বহু ক্ষেত্রেই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছিল। কোথাও অ্যাম্বুলেন্স পেতে অসুবিধা, কোথাওবা অ্যাম্বুলেন্সের আকাশছোঁয়া ভাড়া, এই নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছিল রোগীর পরিবারকে। এবার সেই নিয়েই রাজ্যগুলিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন, আয়ুষ্মান ভারত রূপায়ন হয়নি কেন? বাংলা-সহ ৪ রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের  

.