উপহার অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণে কোপ সুপ্রিম কোর্টের

দেড় দশক পর ফের `আঘাত` এল উপহার সিনেমা হলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের উপর! এবার শীর্ষ আদালতের তরফে!

Updated By: Oct 13, 2011, 05:09 PM IST

দেড় দশক পর ফের `আঘাত` এল উপহার সিনেমা হলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপর! এবার শীর্ষ আদালতের তরফে!
১৯৯৭ সালের ১৩ জুন 'বর্ডার' ছবির প্রদর্শন চলাকালীন দক্ষিণ দিল্লির উপহার সিনেমায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় মারা যান ৫৯ জন। ২০০৩ সালে দিল্লি হাইকোর্ট এক রায়ে জানায়, নিহতদের মধ্যে ২০ বছর বয়সী বা তদূর্ধ্বদের নিকটাত্মীয়রা ১৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। ২০ বছরের কমবয়সী মৃতদের নিকটাত্মীরা পাবেন ১৫ লক্ষ টাকা। আজ সুপ্রিম কোর্ট সেই পরিমাণ কমিয়ে ১০ এবং ৭.৫ লক্ষ টাকা করেছে। তা ছাড়া দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, সিনেমা হলের মালিক আনসাল গোষ্ঠী ক্ষতিপূরণের ৫৫ শতাংশ অংশ দেবে। ১৫ শতাংশ করে দিতে হবে দিল্লি বিদ্যুত্‍ বোর্ড, দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার (লাইসেন্স বিষয়ক) এবং দিল্লি পুরসভা। কিন্তু সেই রায় সংশোধন করে শীর্ষ আদালতের নির্দেশ, আনসাল গ্রুপকে ক্ষতিপূরণের ৮৫ শতাংশ অর্থ দিতে হবে। ১৫ শতাংশ দেবে দিল্লি বিদ্যুত্‍ বোর্ড। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন উপহার অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তরা।

.