শরিয়তি আইনের সাংবিধানিক ভিত্তি নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
শরিয়ত আদালতের কোনও আইনি বা সাংবিধানিক ভিত্তি নেই। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন ধর্মীয় সংগঠনের ফতোয়া জারির অধিকার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন দিল্লির এক আইনজীবী। যেই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওইসব ধর্মীয় সংগঠনের ফতোয়া মেনে নিতে কোনও নাগরিকই বাধ্য নন।
শরিয়ত আদালতের কোনও আইনি বা সাংবিধানিক ভিত্তি নেই। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন ধর্মীয় সংগঠনের ফতোয়া জারির অধিকার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন দিল্লির এক আইনজীবী। যেই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওইসব ধর্মীয় সংগঠনের ফতোয়া মেনে নিতে কোনও নাগরিকই বাধ্য নন। শুধু তাই নয়, নাগরিকের মৌলিক অধিকার হরণের ক্ষমতাও কোনও ব্যক্তি বা সংগঠনের নেই বলে জানিয়েছে শীর্ষ আদালত।
তবে কেউ যদি যেচে কোনও ধর্মীয় সংগঠনের দ্বারস্থ হয়, তাহলে সেই শরিয়ত আদালত নিদান দিতে পারে। তবে সেই নিদানেরও কোনও আইনি মান্যতা থাকবে না বলে স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।