৫০ হাজারের চৌকাঠ পেরিয়ে ঐতিহাসিক উচ্চতায় সেনসেক্স

সেনসেক্স পৌঁছল ৫০,১২৬.৭৩-এর বিন্দুতে; 'নিফটি' অবিশ্বাস্য ৯৩.৬০ পয়েন্ট ছুঁয়ে উঠে এল তার ইতিহাসের সর্বোচ্চ চূড়া ১৪,৭৩৮.৩০-তে।

Updated By: Jan 21, 2021, 01:07 PM IST
৫০ হাজারের চৌকাঠ পেরিয়ে ঐতিহাসিক উচ্চতায় সেনসেক্স

নিজস্ব প্রতিবেদন: ক'মাস আগে, করোনা ভ্যাকসিন আসছে, এই খবর পাওয়ার পরেই চোখে পড়ার মতো লাফিয়ে বেড়েছিল সেনসেক্স, পাল্লা দিয়ে নিফটি। এবার ট্রাম্প-আমল শেষ হয়ে আমেরিকায় বাইডেন-যুগ শুরু হওয়ার মুখে আবারও উত্থান শেয়ার বাজারে। 

তবে এবারের এই বৃদ্ধি আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। সেনসেক্স (Sensex) পেরিয়ে গেল ৫০ হাজারের চৌকাঠ। ঢুকে গেল ইতিহাসে। এই প্রথম 'বম্বে স্টক এক্সচেঞ্জে'র  (National Stock Exchange) সূচক এই ৫০ হাজারের অঙ্ক পেরল। বৃহস্পতিবার বাজার খুলতেই ৫০ হাজারের উপরে চলে গেল সেনসেক্স। ন্যাশনাল নিফটি (Nifty)ও চলে গেল ১৪ হাজার ৭০০ অঙ্কের উপরে।

করোনা, লকডাউনের ধাক্কা কাটিয়েও শেয়ার বাজার যে এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গেল, তাতে খুশির হাওয়া বিজনেস-ওয়ার্ল্ডে। আনন্দের ঢেউ লগ্নিকারীদের মধ্যেও। তবে গত কয়েক সপ্তাহ যেভাবে চলছিল শেয়ারবাজার, তাতে অবিশ্বাস্য এই উচ্চতা একেবারে অপ্রত্যাশিতও ছিল না বলে বলছেন শেয়ার বিশেষজ্ঞদের কেউ কেউ। 

Also Read: পোর্টালে নিজস্ব মত জানাতে পারবেন বিক্ষুব্ধ কৃষকেরা

.