ভোট বাজারে রেকর্ড উচ্চতায় সেনসেক্স, স্বস্তিতে টাকা

ভোটের হাওয়া লাগল শেয়ার বাজারের পালে। একের পর এক রেকর্ড গড়ছে সেনসেক্স ও নিফটি সূচক। পাল্লা দিয়ে ডলার পিছু টাকার দাম বাড়ছে। প্রায় ৮ মাস পর ১ ডলারের দাম ৬০ টাকা ছুঁল। এর আগে ২০১৩ সালের জুলাই মাসে ডলারের দাম পৌছেছিল ৫৯.৫২ টাকায়।

Updated By: Mar 28, 2014, 01:12 PM IST

ভোটের হাওয়া লাগল শেয়ার বাজারের পালে। একের পর এক রেকর্ড গড়ছে সেনসেক্স ও নিফটি সূচক। পাল্লা দিয়ে ডলার পিছু টাকার দাম বাড়ছে। প্রায় ৮ মাস পর ১ ডলারের দাম ৬০ টাকা ছুঁল। এর আগে ২০১৩ সালের জুলাই মাসে ডলারের দাম পৌছেছিল ৫৯.৫২ টাকায়।

ভোটের দোরগোড়ায় রাহুল-মোদির তরজা যতই বাড়ছে, বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের জোয়ার ততই বাড়ছে। ব্যাঙ্ক, ধাতু, তেল, গ্যাসে ভাল বিনিয়োগ লক্ষ্য করা গেছে। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্চ ২২,২৭৩.৪৪ পয়েন্টে খুলে প্রায় ৯৩ পয়েন্ট ছোঁয়। নিফটি সূচক ৬,৬৫৮.৭৫ পয়েন্ট ছুঁয়েছে।

.