রেকর্ড ভাঙার রেকর্ড ধরে রাখল সেনসেক্স, নিফটি

Updated By: Oct 31, 2014, 01:02 PM IST
রেকর্ড ভাঙার রেকর্ড ধরে রাখল সেনসেক্স, নিফটি

নতুন রেকর্ড মুম্বই শেয়ার বাজারের। তিনদিনে এক হাজার পয়েন্ট ছাড়াল সেনসেক্স। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে ৩৫০ পয়েন্ট বেড়ে ২৭ হাজার ৭০০ পয়েন্টে পৌছয় সেনসেক্স।

শুক্রবার ৮ হাজার ২০০ পয়েন্ট পার করে খোলে নিফটিও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা, মুদ্রাস্ফীতি হ্রাস এবং কেন্দ্রের আর্থিক সংস্কারের জেরেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। এই সুযোগে রিজার্ভ ব্যাঙ্ক তার আর্থিক নীতিকে আরও সরল করবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

সবথেকে লাভজনক অবস্থায় রয়েছে এইচডিএফসি(১.৫৬%), ওএনজিসি(১.৫৪%), টাটা স্টিল(১.৫০%), ইনফোসিস(১.৪৭%), এসবিআইএন(১.২৪%), হিরো হন্ডা(১.১৫%), টিসিএস(১.১২%), উইপ্রো(১.০৬%), কোল ইন্ডিয়া(১.০৪%) ও লার্সেন(১.০৩%)।

 

.