বিদেশী বিনিয়োগের জোয়ারে সেনসেক্স পৌঁছল সর্বকালীন রেকর্ডে

বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছাল। ভারতীয় শেয়ার বাজারে বিদেশী বিনিয়োগ বেশী হওয়া সেনসেক্স, নিফটিতে এমন জোয়ার এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই প্রফিট বুক হয়।

Updated By: Mar 10, 2014, 12:10 PM IST

বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছাল। ভারতীয় শেয়ার বাজারে বিদেশী বিনিয়োগ বেশী হওয়া সেনসেক্স, নিফটিতে এমন জোয়ার এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই প্রফিট বুক হয়। তার প্রভাব পড়ে ছোট শেয়ারগুলির মধ্যে

সেনসেক্স ২২ হাজারে ছুঁয়ে তৃতীয় সর্বকালীন রেকর্ডে পৌঁছাল। নিফটও রেকর্ড উচ্চতায় পৌঁচায় ৬,৫৪৫ পয়েন্টে গিয়ে। গতবছর ৯ ডিসেম্বরের পর শুক্রবারই ২৫.৭৭ বিলিয়ন টাকার সর্বাধিক বিদেশী বিনিয়োগ হয়।

.