দিওয়ালির দিন বাজির দোকানে আগুন লেগে রাজস্থানে মৃত ৭
দিওয়ালির দিন একটি আতসবাজির দোকানে আগুন লেগে প্রাণ হারালেন সাতজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায়। মৃতদের মধ্যে দোকানের মালিক ও তাঁর দুই পুত্রও রয়েছেন।
জয়পুর: দিওয়ালির দিন একটি আতসবাজির দোকানে আগুন লেগে প্রাণ হারালেন সাতজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায়। মৃতদের মধ্যে দোকানের মালিক ও তাঁর দুই পুত্রও রয়েছেন।
গতকাল গভীর রাতে বালোতারা টাউনের শাস্ত্রী চক মার্কেটে দোকানটির সামনে বাজি পোড়াচ্ছিল কিছু শিশু। দোকানটির এক কর্মচারী আগুন লেগে যাওয়ার আশঙ্কা করে দোকানের শাটারও বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু রাত ১টা ২০ নাগাদ আগুনের স্ফুলিঙ্গ দোকানটির মধ্যে প্রবেশ করার ফলে সমগ্র দোকানেই আগুন লেগে যায়।
শাটার বন্ধ থাকার ফলে সেই সময় দোকানের মধ্যে উপস্থিত সাতজনই সেই আটকা পড়ে যান। অবরুব্ধ অবস্থায় সেখানেই তাঁদের মর্মান্তিক মৃত্যু ঘটে।
পরে দমকল বাহিনী এসে শাটার ভেঙে দগ্ধ মৃতদেহ গুলি উদ্ধার করে।
এই দুর্ঘটনায় মারা গেছেন দু'জন ক্রেতাও।