মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রয়োগ, মৃত্যু ৭ বছরের শিশুর

মেয়াদোত্তীর্ণ জীবনদায়ী ওষুধ প্রয়োগ করায় সাত বছরের এক শিশুকন্যার মৃত্যুর ঘটনা ঘটল হায়দরাবাদের একটি হাসপাতালে। এই ঘটনার পর মৃতার পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। অভিযুক্ত চিকিত্‍সকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Updated By: Feb 8, 2017, 09:40 PM IST
মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রয়োগ, মৃত্যু ৭ বছরের শিশুর
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : মেয়াদোত্তীর্ণ জীবনদায়ী ওষুধ প্রয়োগ করায় সাত বছরের এক শিশুকন্যার মৃত্যুর ঘটনা ঘটল হায়দরাবাদের একটি হাসপাতালে। এই ঘটনার পর মৃতার পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। অভিযুক্ত চিকিত্‍সকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- তান্ত্রিক ম্যাসাজের সময় মার্কিন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যোগগুরু

জানা গেছে, কয়েক মাস ধরে সাই প্রভালিকা নামে ওই শিশু বিরল রোগে আক্তন্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। অভিযোগ, গত ১৪ ডিসেম্বর তাকে স্যালাইনের সঙ্গে একটি জীবনদায়ী ওষুধ প্রয়োগ করা হয়। তারপর থেকেই ধীরে ধীরে তার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে বলে সাইয়ের বাবার অভিযোগ। গতকাল তার মৃত্যু হয়।

সাইয়ের পরিবারের অভিযোগ, যে ওষুধ তাকে দেওয়া হয়েছিল, তাতে ছত্রাক থাকায় এই ঘটনা ঘটে গেল। অভিযুক্ত চিকিত্‍সক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

.